রাষ্ট্রপতির কার্যালয়ের দুই সচিবের চুক্তির মেয়াদ বাড়ল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৪২| আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৪৩
অ- অ+

রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগে কর্মরত দুই সচিবের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বাড়িয়েছে সরকার। এর মধ্যে সচিব সম্পদ বড়ুয়ার মেয়াদ তিন বছর এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খানের চুক্তির মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. অলিউর রহমান স্বাক্ষরিত দুটি প্রজ্ঞাপন সূত্রে এই তথ্য জানা গেছে।

একটি প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা-৪৯ অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মকর্তা জনাব সম্পদ বড়ুয়া (পরিচিতি নম্বর ৩৩৮০)-কে তার পূর্বের চুক্তির ধারাবাহিকতায় ৫ মার্চ ২০২১ অথবা যোগদানের তারিখ হতে পরবর্তী তিন বছর মেয়াদে সচিব, জনবিভাগ, রাষ্ট্রপতির কার্যালয় হিসাবে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

আরেক প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা-৪৯ অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মকর্তা জনাব মো. ওয়াহিদুল ইসলাম খান (পরিচিতি নম্বর ৫২৩৫)-কে তার পূর্বের চুক্তির ধারাবাহিকতায় ১ মার্চ ২০২১ অথবা যোগদানের তারিখ হতে পরবর্তী এক বছর মেয়াদে সচিব (সংযুক্ত), জনবিভাগ, রাষ্ট্রপতির কার্যালয় হিসাবে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
যুক্তরাষ্ট্রে প্রাইভেট বিমান দুর্ঘটনায় ধনাঢ্য শিল্পপতি জেমস ওয়েলার নিহত
শেরপুরে জেল পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে এটিইউ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা