করোনায় মৃত্যু প্রায় ২৫ লাখ

আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৩৩
অ- অ+

করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা প্রায় ২৫ লাখে পৌঁছেছে। আক্রান্ত হয়েছেন ১১ কোটি ২৬ লাখের বেশি মানুষ। বিশ্বজুড়ে গত একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭১ হাজার ১২৯ জন এবং একই সময়ে নতুন করে মৃত্যু হয়েছে ১০ হাজার ২৬৭ জনের।

করোনা সংক্রমণের তথ্য সরবরাহ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ২৬ লাখ ৩৯ হাজার ৬৫০ জন। মৃত্যু হয়েছে ২৪ লাখ ৯৫ হাজার ৩৭৭ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ কোটি ৮২ লাখ ‌২৭ হাজার ৯৯৫ জন।

করোনাভাইরাস মহামারিতে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৮৮ লাখ ৯৭ হাজার ৭১৮ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৫ লাখ ১৪ হাজার ৯৯৬ জন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১০ লাখ ২৯ হাজার ৩২৬ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫৬ হাজার ৫৯৮ জন।

তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২ লাখ ৬০ হাজার ৬২১ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৪৮ হাজার ৬৪৬ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ।পঞ্চম স্থানে ব্রিটেন। তালিকায় ৩৩ নম্বর অবস্থানে রয়েছে বাংলাদেশ।

ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঘুষ নেয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় হাইওয়ে থানার ওসিসহ ৬ জন প্রত্যাহার
আগ্নেয়াস্ত্র ব্যবহারে নতুন নীতিমালা, জানুন কী পরিবর্তন এলো
গুলিস্তানে গাড়িচাপায় ট্রাকের হেলপার নিহত
পুলিশি নিরাপত্তায় ক্যাম্পাস ত্যাগ করলেন ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা