তালিকা থেকে নাম বাদ পড়ার খবরে মুক্তিযোদ্ধার মৃত্যু

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ২০:৩৯| আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৬:১৮
অ- অ+

নওগাঁর ধামইরহাটে যাচাই-বাচাই তালিকা থেকে নাম বাদ পরার খবর শুনে সাহার উদ্দীন নামের এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। এই মুক্তিযোদ্ধার পরিবারের দাবি, প্রকৃত মুক্তিযোদ্ধা হবার পরও তালিকা থেকে নাম বাদ পরার খবরেই স্ট্রোক করে তিনি মারা গেছেন।

যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডারও বলছেন মৃত সাহার উদ্দীন ছিলেন একজন প্রকৃত মুক্তিযোদ্ধা।

ঘটনাটি উপজেলার নেওটা গ্রামে ঘটেছে। মৃত সাহার উদ্দিন ওই এলাকার মৃত নয়েজ উদ্দীনের ছেলে। একজন প্রকৃত মুক্তিযোদ্ধা হবারপরও তালিকা থেকে নাম বাদ পরায় এ অপমান সহ্য করতে না পেরে তার মৃত্যু হয়েছে, এমন দাবি তার পরিবারের। আবার এই মুক্তিযোদ্ধাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদা দেয়ায় প্রশ্ন উঠেছে এলাকায়। এ নিয়ে প্রশাসনের কর্মকর্তাদের ফোন দিয়ে কারো বক্তব্য পাওয়া যায়নি।

নওগাঁর ধামইরহাটে সাধারণ গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধা ৮৯ জনের মধ্যে ৩২ জনকে পাশ দেখিয়ে ও ৫৭ জনকে ফেল দেখিয়ে তালিকা প্রকাশ করে উপজেলা প্রশাসন। তালিকায় সাহার উদ্দীনের নামও বাদ পরে। দীর্ঘ ১১ বছর পর এবছর উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ে নাম বাদ পরে। এ খবর শোনার পর অসুস্থ হয়ে পড়েন মুক্তিযোদ্ধা সাহার উদ্দীন। বেলা ১১টায় তার মেয়ের বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।

সাহার উদ্দীন পাঁচ মেয়ে, এক ছেলে ও স্ত্রীকে নিয়ে মুক্তিযোদ্ধা হিসেবে গর্বের সঙ্গেই জীবন যাপন করতেন। আর মুক্তিযোদ্ধা হিসেবে তিনি প্রথম থেকেই সরকারি সুবিধা ভোগ করে আসছেন। তার গেজেট নম্বর ৩০৩৪।

সাহার উদ্দীনের ছেলে দেলোয়ার বলেন, আমার বাবা একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। ছোটবেলা থেকে মুক্তিযোদ্ধার ইতিহাস তার মুখে অনকে শুনেছি বলতেই কেঁদে ওঠেন।

যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার ফরমুদ হোসেন জানান, সাহার উদ্দীন ছিলেন একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। তার নাম এভাবে তালিকা থেকে বাদ দেয়ার বিষয়টি তিনি সহ্য করতে পারেননি। একজন মুক্তিযোদ্ধার উপর এটি অবিচার বলে মনে করেন তিনি।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আদাবরে সালিস বৈঠকে গুলি: নিহত ১, অস্ত্রসহ আটক ২
বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির
রাজনৈতিক কারণে পাঠ্যবইয়ে জায়গা হয়নি শহীদ ওয়াসিমের: নাছির
ষড়যন্ত্র করে নির্বাচন আটকানো যাবে না, রাজপথেই নির্বাচন আদায় করব: সপু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা