২৪ ঘণ্টায় করোনা কাড়ল সাড়ে ৯ হাজার প্রাণ

আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ০৮:১৮| আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১১:০৮
অ- অ+

করোনাভাইরাস মহামারি প্রতিরোধে দেশে দেশে চলছে টিকাদান। তবে এর মাঝেও থেমে নেই করোনার প্রকোপ। ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী মৃত্যু হয়েছে ৯ হাজার ৫৮২ জনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ২৪ হাজার ৯৬৩ জন।

করোনা সংক্রমণের তথ্য সরবরাহ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৩৯ লাখ ৭৬ হাজার ৩৯৯ জন। মৃত্যু হয়েছে ২৫ লাখ ২৯ হাজার ১১৪ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ কোটি ৮৯ লাখ ‌৫৩ হাজার ৫৪৭ জন।

করোনাভাইরাস মহামারিতে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৯১ লাখ ৩৬ হাজার ৯১২ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৫ লাখ ২৩ হাজার ৮২ জন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১০ লাখ ৭৯ হাজার ৯৪ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫৬ হাজার ৯৭০ জন।

তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৪ লাখ ৫৭ হাজার ৭৯৪ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৫২ হাজার ৯৮৮ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। পঞ্চম স্থানে ব্রিটেন। তালিকায় ৩৩ নম্বর অবস্থানে রয়েছে বাংলাদেশ।

ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা