মিরপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল নানি-নাতনির

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ মার্চ ২০২১, ১৪:৩০| আপডেট : ০১ মার্চ ২০২১, ১৪:৫৩
অ- অ+

রাজধানীর মিরপুরে ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধা ও তার নাতনি নিহত হয়েছেন। দুর্ঘটনায় তার ছেলে ও আরেক নাতনি আহত হয়েছেন। সোমবার সকালে রাজধানীর মিরপুর রূপনগর বেড়িবাঁধে পাম্প হাউজের পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সালমা বেগম (৬০) ও তার নাতনি রিন্তা (১২)। আহত দুজন হলেন- নিহত ‍বৃদ্ধার ছেলে অটোচালক সালেক (৩২) ও আরেক নাতনি রিমা (১০)।

রিন্তা ও রিমা দুবোন। কয়েক বছর আগে তাদের মা মারা যায়। এরপর থেকে তারা নানির কাছেই থাকত। সোমবার ভোরে সালমা বেগম ছেলের অটোরিকশায় করে তার দুই নাতনিকে নিয়ে আশুলিয়ায় আরেক মেয়ে শিউলির বাসায় যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।

শিউলি বেগম বলেন, আমার মা আদাবর বালুরমাঠ এলাকায় থাকতেন। সোমবার ভোরে দুই নাতনিকে নিয়ে ভাইয়ের অটোতে করে আশুলিয়ায় আমার বাসায় আসছিলেন। পথে মিরপুর রূপনগর বেড়িবাঁধে তারা সড়ক দুর্ঘটনায় আহত হন।

পরে তাদের উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে আনা হলে ভাগনি রিন্তা মারা যায়। এরপর মাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনিও মারা যান।

দুর্ঘটনায় আহত ভাই সালেক ও অন্য ভাগনি রিমা সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান শিউলি।

নিহত বৃদ্ধার লাশ মর্গে রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া।

(ঢাকাটাইমস/১মার্চ/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তিন ম্যাচ জিতে এশিয়া কাপে বাংলাদেশ
শেরপুর সীমান্তে বন্যহাতির মৃতদেহ উদ্ধার
তানভীরের ঘূর্ণিতে জয়ের পথে বাংলাদেশ
নির্বাচন আটকানোর শক্তি কারো নেই: গয়েরশ্বর   
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা