হিরো মোটরবাইক এখন পাওয়া যাচ্ছে বিক্রয় চাকাতে

অটোমোবাইল প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ মার্চ ২০২১, ০৯:২৬
অ- অ+

দেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস বিক্রয় ডট কম বিখ্যাত মোটরবাইক ব্র্যান্ড হিরোর বাংলাদেশি প্রস্তুতকারক প্রতিষ্ঠান নিলয় মোটরস লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে।

বিক্রয় ডট কম-এর ভেহিকেলস ই-কমার্স ওয়েবসাইট বিক্রয় চাকা থেকে এখন গ্রাহকরা জনপ্রিয় হিরো ব্র্যান্ডের বিভিন্ন মডেলের মোটরবাইক সরাসরি কিনতে পারবেন।

সম্প্রতি রাজধানীর নিকুঞ্জে অবস্থিত নিটোল নিলয় টাওয়ারের হেড অফিসে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষর হয়।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন বিক্রয় ডট কম-এর কো-ম্যানেজিং ডিরেক্টর ঈশিতা শারমিন, বিক্রয় ডট কম-এর ভেহিকেলস লিড মোঃ আফজাল হোসেন, বিক্রয় ডট কম-এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ভেহিকেলস সৈকত হোসেন, বিক্রয় ডট কম-এর কী অ্যাকাউন্ট ম্যানেজার, ভেহিকেলস সিফাত বিন ইসলাম, এইচএনবিএল-এর সিওও নগেন্দ্র দ্বিবেদী, নিলয় মোটরস লিমিটেড-এর সিএমও আবু আসলাম, নিলয় মোটরস লিমিটেড-এর হেড অব কর্পোরেশনস সেলস তানিম কুরাইশী, এবং নিলয় মোটরস লিমিটেড-এর কী অ্যাকাউন্ট ম্যানেজার, কর্পোরেট সেলস তানভির আদনান।

বিক্রয় চাকা মূলত বিক্রয় ডট কম ভেহিকেলস-এর একটি ই-কমার্স প্ল্যাটফর্ম, যেখান থেকে ক্রেতারা বাজারের সেরা ব্র্যান্ডগুলোর অথেনটিক মোটরবাইক সরাসরি কিনতে পারবেন। অর্ডার করার ১ দিনের মধ্যেই শতভাগ সুরক্ষার সাথে ক্রেতাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয় তাঁদের পছন্দের মোটরবাইকটি। হিরো ব্র্যান্ডের পাশাপাশি আরও বেশ কয়েকটি ক্রেতাপ্রিয় ব্র্যান্ড এই প্ল্যাটফর্মটিতে মেম্বার হিসেবে যুক্ত আছেন।

এ বিষয়ে বিক্রয় ডট কম-এর কো-ম্যানেজিং ডিরেক্টর ঈশিতা শারমিন বলেন, ‘মোটরবাইক হচ্ছে বিক্রয় ডট কম-এর অন্যতম জনপ্রিয় একটি ক্যাটাগরি। আমাদের ওয়েবসাইটের মাধ্যমে নতুন এবং ব্যবহৃত উভয় ধরণের মোটরবাইক কেনাবেচা হয়ে থাকলেও এখানে পোস্ট করা বিজ্ঞাপনের মধ্যে ৪০%-ই নতুন মোটরবাইক। এছাড়া বিজ্ঞাপনের ভিত্তিতে হিরো আমাদের সাইটের টপ ব্র্যান্ডগুলোর একটি। এই ট্রেন্ড বিবেচনা করেই হিরো বাংলাদেশ এবং বিক্রয় চাকা-এর এই মেলবন্ধন যাতে গ্রাহকরা খুব কম সময়ে ঘরে বসেই সরাসরি হিরো মোটরবাইক কিনতে পারেন। আশা করি আমাদের এই প্রচেষ্টা গ্রাহকদের কাছ থেকে ভালো সাড়া পাবে।’

(ঢাকাটাইমস/৩মার্চ/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঝিনাইদহে সাপের কামড়ে প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর
২৩ হাজার ইয়াবাসহ দুই মোটরসাইকেল আরোহী ট্রাফিক পুলিশের হাতে গ্রেপ্তার
প্রশাসনে নতুন-পুরনো ভূত লুকিয়ে, দেশ টেকাতে সচেতন হোন: তারেক রহমান
মিটফোর্ড হত্যায় বিএনপির নামে রংচং দেয়ার চেষ্টা চলছে: রিজভী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা