পানি পানের ছলে শিশুকে ধর্ষণের অভিযোগ

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ মার্চ ২০২১, ১৩:৫৫| আপডেট : ০৪ মার্চ ২০২১, ১৫:২৮
অ- অ+

ভোলা সদর উপজেলায় পানি চাইতে এসে শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে সালাউদ্দিন মীর নামে এক ব্যক্তির বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় ধর্ষণের শিকার ওই শিশুকে পুলিশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।

বুধবার দুপুরের দিকে রাজাপুর ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সালাউদ্দিন মীর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দ্রকপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় জনতা বাজারের ব্যবসায়ী।

ধর্ষণের শিকার ছাত্রীর পরিবার জানায়, দুপুরের দিকে সালাউদ্দিন মীর তাদের বাসায় আসে। এসময় শিশুটির কাছে তিনি পানি চান। এ সুযোগে ঘরে একা পেয়ে শিশুটিকে ধর্ষণ করে। এক পর্যায়ে শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে সালাউদ্দিন মীর দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা এসে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয় ইউপি সদস্য ছালাম জমাদার বলেন, `আমি খবর পেয়ে ঘটনাস্থলে এসে ওই শিশুকে রক্তাক্ত অবস্থায় দেখে পুলিশকে জানালে পুলিশ এসে তাকে হাসপাতালে নিয়ে যায়।

ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, ধর্ষণের শিকার ওই শিশুকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে এবং অভিযুক্ত সালাউদ্দিন মীরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/৪মার্চ/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই আন্দোলনে শহীদ মুত্তাকিনের অসুস্থ স্ত্রীর খোঁজ নিলেন তারেক রহমান
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় সাবেক বিএনপি নেতা গ্রেপ্তার ‎
জামায়াতসহ কিছু দল নির্বাচন নিয়ে ডাবল স্ট্যান্ডবাজি করছে: রিজভী 
ভোটের মাঠে বিএনপির জনপ্রিয়তা এখনো সবচেয়ে বেশি: মান্না
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা