খালেদার মুক্তির মেয়াদ বাড়ছে আরও ৬ মাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ মার্চ ২০২১, ১২:৪০| আপডেট : ০৮ মার্চ ২০২১, ১৩:০৪
অ- অ+

খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ আরো ছয় মাস বাড়াতে সুপারিশ করেছে আইন মন্ত্রণালয়৷ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার এই সুপারিশ করা হয়েছে। আইন মন্ত্রণালয়ের সুপারিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

এ নিয়ে তৃতীয় দফা বিএনপি চেয়ারপারসনের সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হলো।

গত বছরের ১৫ সেপ্টেম্বর সরকার খালেদা জিয়ার কারাবাসের সাজা স্থগিত করে জেল থেকে মুক্তি দেয়ার আদেশ আরও ছয় মাস বাড়ায়। ১৫ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপনও জারি করেছিল।

প্রজ্ঞাপনে বলা হয়, খালেদা তার বাড়িতে চিকিত্সা পাবেন এবং তিনি এই সময়ের মধ্যে বিদেশে যেতে পারবেন না।

করোনা মহামারির কারণে তিনি চিকিত্সার জন্য কোনো হাসপাতালেও যাননি বলে জানা গেছে। তবে চিকিৎসকরা তাকে নিয়মিত বাড়িতে দেখা করে চিকিৎসা দিয়েছেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ঢাকার একটি বিশেষ আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিলে, ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি তিনি কারাগারে যান।

হাইকোর্ট ২০১৮ সালের ৩০ অক্টোবর ওই মামলায় খালেদার আপিল খারিজ করে তার শাস্তি বাড়িয়ে ১০ বছর করেন।

(ঢাকাটাইমস/৮মার্চ/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই রাত স্মরণে তালা ভেঙে বেরিয়ে এলেন রোকেয়া হলের ছাত্রীরা
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা