মানিকগঞ্জে আরো আটজনের দেহে করোনা শনাক্ত

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ মার্চ ২০২১, ২০:১৫

মানিকগঞ্জে নতুন করে আরো আটজন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ১ হাজার ৮৭০ জনে।

শনিবার বিকাল ৫টার দিকে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রফিকুন্নাহার বন্যা এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১৮ মার্চ ৫৮ জনের নমুনা পরীক্ষার জন্য কর্নেল মালেক মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে ৮ জনের করোনা পজিটিভের রেজাল্ট পাওয়া যায়। আক্রান্তদের মধ্যে মানিকগঞ্জ সদরের চারজন, ঘিওরের দুইজন, হরিরামপুরের একজন ও সিংগাইরের একজন। আক্রান্তরা নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে আছেন।

সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ বলেন, আবারো করোনার প্রকোপ বাড়তে শুরু করেছে। মানিকগঞ্জে প্রায় প্রতিদিনই ৪/৫ জন করে করোনায় আক্রান্ত হচ্ছে। ভ্যাকসিন নেয়ার পরও সবাইকে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি সবাইকে মেনে চলতে হবে। সবাইকে মাস্ক ব্যবহার ও সামজিক দূরত্ব নিশ্চিত করতে হবে।

জেলায় এ পর্যন্ত ৩২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। অপরদিকে সুস্থ হয়েছেন ১ হাজার ৮০৯ জন।

(ঢাকাটাইমস/২০মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :