সোনারা ইউপি চেয়ারম্যান হিসেবে সৈকতকেই চান এলাকাবাসী

নীলফামারী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ মার্চ ২০২১, ১৮:১৩| আপডেট : ২৯ মার্চ ২০২১, ১৮:২২
অ- অ+

জমে উঠেছে নীলফামারী সদরের, সোনা রায় ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের প্রচারণা। বর্তমান চেয়ারম্যান জামাত সমর্থিত গোলাম মোস্তফা কামাল, সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রয়াত আব্দুল মান্নান শাহের পুত্র শাজাহান শাহ সৈকত, অধ্যক্ষ আব্দুল মজিদ এবং বিএনপি সমর্থিত নুরুল ইসলাম শাহ প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

এদিকে, শাহ্জাহান শাহ্ সৈকতকে জয়ী হিসেবে দেখতে চায় এলাকাবাসী। অন্যদিকে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার মত যোগ্য প্রার্থী নেই বলে দাবি এলাকাবাসী ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের। তবে মান্নু চেয়ারম্যানের যোগ্য উত্তরসূরী হিসেবে তার ছেলেকে নৌকা প্রতীকে দেখতে চায় এলাকাবাসী।

সরজমিনে গিয়ে জানা গেছে, এবার নৌকার মাঝি হিসেবে সৈকত উপযুক্ত তাই মনোনয়ন বোর্ডের কাছে, এলাকার আওয়ামী লীগের, সাধারণ কর্মীরা দাবি করেছেন, তদন্ত সাপেক্ষে ত্যাগীদের মূল্যায়ন করে মনোনয়ন দেয়ার দাবি জানান।

এ বিষয়ে সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদ বলেন, ‘এর আগে ১০ বছর সভাপতির দায়িত্ব পালন করি, যেহেতু বর্তমান সভাপতি মৃত্যুবরণ করেছে, তাই দল আমাকে মনোনয়ন দিলে আমি বিবেচনা করব ‘

৯ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ কর্মী এনতাজুল বলেন,

‘বর্তমানে সোনা রায় ইউনিয়নে, নেতৃত্বের শুন্যতা বিরাজ করছিল। কিন্তু সৈকত শাহ আসায় সেই শুন্যতা নেই, আমরা ওনাকেই নৌকার মাঝি হিসেবে দেখতে চাই।’

স্টেশন দারোয়ানির মকবুল বলেন, ‘বর্তমান চেয়ারম্যান জামাত সমর্থিত হলেও কার্যক্রমে উল্টো, তাই মানুষ নতুন করে ভাবছে, এবং সেই নতুন টা হলেন শাজাহান শাহ সৈকত।’

এ বিষয়ে মুঠোফোনে শাজাহান শাহ সৈকত বলেন, ‘আমার দাদু থেকে শুরু করে, আমার বাবা তিনবার এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। গতবারের নির্বাচনে বিদ্রোহী প্রার্থী দিয়ে, আমার বাবার কাঙ্ক্ষিত বিজয় নস্যাত করা হয়। তাই এবার আমার মৃত বাবার শেষ ইচ্ছেগুলো পূরণ করতে চেয়ারম্যান হিসেবে নির্বাচন করতে চাচ্ছি, যদি জেলা আওয়ামী লীগের নেতারা আমাকে মনোণয়ন দিলে নির্বাচিত হয়ে, জনসেবায় নিজেকে নিয়োজিত রাখব।’

(ঢাকাটাইমস/২৯মার্চ/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে নেমে ৪ তরুণের মৃত্যু
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ১৩- আলোর চোখে দ্বিতীয় প্রেমের যাত্রা
টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শ্রমিক নিহত
রাজশাহী ও রংপুর রেঞ্জে চালু হলো সকল ধরনের অনলাইন জিডি সেবা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা