নোয়াখালীতে করোনায় একজনের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২১, ১৮:৪৩
অ- অ+

নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সাইফুল ইসলাম সাইফুল (৫৯) নামে একজনের মৃত্যু হয়েছে। করোনা শনাক্ত হয়েছে সাইফুল ইসলামের স্ত্রীর শরীরেও। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৩ জন।

সোমবার দুপুর ২টার দিকে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত সাইফুল ইসলাম সাইফুল কবিরহাট নবারুণ ও নবদ্বয় সমিতির পরিচালক ছিলেন।

কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শরীরে জ্বর, কাশি থাকায় গত পহেলা এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে নমুনা দিয়ে যান সাইফুল। গত ৩ এপ্রিল তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে তিনি নিজ বাড়িতে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। সোমবার দুপুরে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে তিনি মারা যান।

কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. ফজলুল হক বাকের অপু করোনায় সাইফুল ইসলাম সাইফুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/৫এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যাত্রাবাড়ীতে ২০০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, কাভার্ড ভ্যান জব্দ
সচিবালয়ের ঢুকে গাড়ি ভাঙচুর ও হত্যাচেষ্টা, ১২০০ জনের বিরুদ্ধে মামলা
সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র মাহবুবুল আলম বাচ্চু গ্রেপ্তার
টেকনাফে সরকারি ২ লাখ চারাগাছ কেটে ফেলার অভিযোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা