কক্সবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষে পথচারী নিহত

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ এপ্রিল ২০২১, ১৩:০২| আপডেট : ১০ এপ্রিল ২০২১, ১৩:৫৬
অ- অ+

কক্সবাজারের রামুতে ট্রাক-পিকআপের সংঘর্ষে এক পথচারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তিনজন।

গত শুক্রবার রাত আটটায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের চা বাগান স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পথচারী জোয়ারিয়ানালা ইউনিয়নের লাঠি মৌলভীর টেক তিনঘরিয়া পাড়া এলাকার আবু শামার ছেলে মোহাম্মদ শরীফ (৫০)।

দুর্ঘটনাকবলিত পিকআপ চালকসহ আহত তিনজনই কক্সবাজারের চকরিয়া উপজেলা খুটাখালী এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম অভিমুখী পিকআপ নিয়ন্ত্রণ হারালে বিপরীতমুখী একটি মাল বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পিকআপের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে পড়ে যান পথচারী শরীফ। পরে তাকে রামু উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক শরীফকে মৃত ঘোষণা করেন।

এদিকে দুর্ঘটনায় পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। এ কারণে সামনের আসনে বসা চালকসহ তিনজন গাড়িতে আটকে পড়েন। খবর পেয়ে রামু ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এর মধ্যে পিকআপ চালক ইসমাইল ও সহকারীকে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। আর আহত পিকআপযাত্রী আবদুর রহিমকে রামু উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

পরে ফায়ার সার্ভিস ছাড়াও রামু থানা পুলিশ, তুলাতুলি হাইওয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালায়।

(ঢাকাটাইমস/১০এপ্রিল/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে ট্রাম্পের বৈঠক, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা প্রসঙ্গে যা বললেন
সুপারফুড কাঁঠাল ক্যানসারের ঝুঁকি কমায়, রক্তশূন্যতা প্রতিরোধেও কার্যকর
দেশে চার দিন ভারী বৃষ্টির পূর্বাভাস
বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক চাপাল ট্রাম্প, ড. ইউনূসকে চিঠিতে যে বার্তা দিলেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা