করোনার কিউবান টিকা উৎপাদন করবে ভেনিজুয়েলা

আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিত : ১২ এপ্রিল ২০২১, ১২:৫২
অ- অ+

ভেনিজুয়েলা প্রতিমাসে করোনার ২০ লাখ ডোজ কিউবান টিকা উৎপাদনের আশা করছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। রবিবার তিনি এ কথা জানান। খবর রয়টার্সের

এছাড়া দক্ষিণ আমেরিকান এই দেশ তার সমাজতান্ত্রিক মিত্র কিউবান আবদালা টিকার তৃতীয় ধাপের পরীক্ষাতেও অংশ নেবে। মাদুরো টেলিভিশন ভাষণে বলেন, আমাদের ল্যাবরেটরিগুলোতে প্রতি মাসে আবদালা টিকার ২০ লাখ ডোজ উৎপাদনের জন্য আমরা একটি চুক্তিতে স্বাক্ষর করেছি।

উল্লেখ্য, কিউবা চারটি টিকা তৈরি করেছে। এসব টিকা নানা ধাপে ক্লিনিক্যাল ট্রায়ালে রয়েছে। মতৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে থাকা দুটি টিকা দিয়ে কিউবা ইতোমধ্যে তার স্বাস্থ্যকর্মীদের টিকা দেয়ার কাজ শুরু করেছে। এর একটি আবদালা যা এক লাখ ২৪ হাজার স্বাস্থ্যকর্মীকে দেয়া হচ্ছে। এছাড়া এ টিকার ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নিচ্ছে ৪৮ হাজার স্বেচ্ছাসেবী।

এ টিকা চূড়ান্তভাবে অনুমোদিত হলে এটি হবে সার্বিকভাবে ল্যাটিন আমেরিকায় তৈরি করোনার প্রথম টিকা। মাদুরো আরো বলেছেন, তার সরকার রাশিয়া, চীন ও অন্যান্য দেশের সাথেও টিকা উৎপাদনে চুক্তি স্বাক্ষর করবে।

ঢাকাটাইমস/১২এপ্রিল/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লঙ্কান ঘূর্ণিতে ৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারাল বাংলাদেশ
ডিপ্লোমাধারীদের সিডিসি প্রদানের সিদ্ধান্ত বাতিলসহ ৫ দাবিতে মেরিনার্স কমিউনিটির মানববন্ধন
কুমিল্লার পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
বেনাপোলে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা