করোনায় আক্রান্ত রামোস

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২১, ১৭:২৮| আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ১৭:৩০
অ- অ+

করোনাভাইরাসের হাত থেকে রেহাই পেলেন না স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদের অধিনায়ক সার্জিও রামোস। আজ(মঙ্গলবার) তার করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। সুস্থ না হওয়া পর্যন্ত ক্লাবের জার্সিগায়ে খেলতে পারবেন না তিনি।

ইনজুরিতে পড়ার কারণে আগে থেকেই দলের বাইরে ছিলেন রামোস। স্পেন জাতীয় দলের সঙ্গে থাকার সময় পেশির চোটে মাস খানেকের জন্য মাঠের বাইরে চলে যান তিনি। আগামী দুই সপ্তাহের মধ্যে তিনি খেলায় ফিরবেন বলে আশা করা হচ্ছিল।

কিন্তু করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ফলে সেটা এখন পিঁছিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে আইসোলেশনে আছেন ৩৫ বছর বয়সী এই সেন্টার-ব্যাক ফুটবলার ।

এল ক্লাসিকোর মতো গুরুত্বপূর্ণ ম্যাচে সাইড বেঞ্চে বসে ছিলেন রামোস। তার অনুপস্থিতিতেও চির-প্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনাকে ২-১ গোল ব্যবধানে হারিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা। বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্সলিগে কোয়ার্টার ফাইনাল পর্বের দ্বিতীয় লেগে লিভারপুলের বিপক্ষে মাঠে নামবে রিয়াল। প্রথম লেগে জার্গেন ক্লাপের শিষ্যদের ৩-১ গোল ব্যবধানে হারিয়েছিল স্প্যানিশ ক্লাবটি।

এদিকে সান্তিয়াগো বের্নাবেউয়ের দলটির রক্ষণে রামোসের সঙ্গী রাফায়েল ভারানেও করোনাভাইরাস আক্রান্ত হয়ে মাঠের বাইরে আছেন। এর আগে এদেন আজার, মারিয়ানো দিয়াস, এদের মিলিতাও, কাসেমিরো, লুকা ইয়োভিচ, নাচো ফের্নান্দেসো ও কোচ জিনেদিন জিদানও আক্রান্ত হয়েছিলেন।

(ঢাকাটাইমস/১৩এপ্রিল/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঘুষ নেয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় হাইওয়ে থানার ওসিসহ ৬ জন প্রত্যাহার
আগ্নেয়াস্ত্র ব্যবহারে নতুন নীতিমালা, জানুন কী পরিবর্তন এলো
গুলিস্তানে গাড়িচাপায় ট্রাকের হেলপার নিহত
পুলিশি নিরাপত্তায় ক্যাম্পাস ত্যাগ করলেন ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা