মিশরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ এপ্রিল ২০২১, ১৬:৩৯ | প্রকাশিত : ১৪ এপ্রিল ২০২১, ১৬:৩০

মিশরে বাস ট্রাক সংঘর্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। বুধবার দেশটির দক্ষিণ অঞ্চলে ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছে তিনজন। আল জাজিরার খবরে বলা হয়েছে, যাত্রীবাহী বাসটি একটি ট্রাককে অতিক্রম করতে গিয়ে সড়কে উল্টে যায়। এসময় ট্রাকটির সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।

এক বিবৃতিতে আস্যুত গভর্নোরেটের গভর্নর এসাম সাদ জানিয়েছেন, বাসটি রাজধানী শহর কায়রো থেকে ভ্রমণ করছিল। চলার পথে রাজধানী শহর থেকে ৩২০ কিলোমিটার দূরে আস্যুত এলাকায় গিয়ে বাসটি উল্টে যায়।

গভর্নরের দপ্তর থেকে দুর্ঘটনার যে ছবি শেয়ার করা হয়েছে তাতে দেখা গেছে, বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। উদ্ধারকর্মীরা বাসটির ভেতরে কেউ জীবিত আছেন কিনা সেটা দেখছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার পর ৩৬টি অ্যাম্বুলেন্সে করে ভুক্তভোগীদের হাসপাতালে নেয়া হয়।

আল জাজিরার খবরে বলা হয়েছে, মিশরে পরিবহন নিরাপত্তা ব্যবস্থা দুর্বল। এ কারণে দেশটিতে প্রতি বছর হাজারো মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়। মিশরে সড়ক দুর্ঘটনার জন্য অধিক গতি, নিম্নমানের সড়ক এবং অকার্যকর সড়ক আইনকে দায়ী করা হয়।

গত মার্চ মাসে গিজা গভর্নোটে একটি মিনি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ফলে ৮০ জন নিহত হয়। এছাড়া একই মাসে রাজধানীর দক্ষিণ অঞ্চলে তাহতা এলাকায় দুটি ট্রেনের মুখোমুখী সংঘর্ষে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয় এবং আহত হয় ২০০।

মিশরের সরকারি পরিসংখ্যান বলছে, ২০১৯ সালে দেশটিতে অন্তত ১০ হাজার সড়ক দুর্ঘটনা হয়েছে। গত বছর দুর্ঘটনায় নিহতের সংখ্যা তিন হাজার ৪৮০ জন। এছাড়া ২০১৮ সালে ৮ হাজার ৪৮টি সড়ক দুর্ঘটনায় ৩ হাজার ৮০ জনের মৃত্যু হয়েছে।

(ঢাকাটাইমস/১৪এপ্রিল/কেআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে তীব্র ক্ষোভ মমতার

ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি 

ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্বে ১৩ রাজ্যের ৮৮ আসনে ভোটগ্রহণ শুক্রবার

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেপ্তার করতে চায় আর্জেন্টিনা, কিন্তু কেন?

স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দায়িত্বপালন থেকে বিরত থাকবেন স্পেনের প্রধানমন্ত্রী 

ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র

ইসরায়েল-ইরান সংঘাত: সিরিয়া কি নতুন যুদ্ধক্ষেত্র হবে?

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিবে জ্যামাইকা

পাকিস্তানের পর এবার শ্রীলঙ্কা সফরে ইরানের প্রেসিডেন্ট

বিরল সফরে ইরানে উত্তর কোরিয়ার প্রতিনিধিদল

এই বিভাগের সব খবর

শিরোনাম :