লাল গ্রহে নীলচে আভা

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২১, ১১:২০
অ- অ+

লাল গ্রহ মঙ্গলে নীলচে পাহাড়ের টিলা, তার উপর রোদ পড়ে ঝকঝকে সোনালি রং। এমনই ছবি প্রকাশ করে তাক লাগাল নাসা। ছবিটি যদিও কৃত্রিমভাবে তৈরি বলে স্বীকার করে নিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা।

আসলে নাসার মঙ্গলাভিযান তো এই কিউরিওসিটি কিংবা পারসিভিয়ারেন্সেই শুরু নয়। বরং প্রায় দুই দশক আগে সেই ওডিসিকে দিয়ে তা শুরু হয়েছিল।

ওডিসিই মঙ্গলের কক্ষপথে সবচেয়ে বেশি সময় ধরে পাক খাচ্ছে। ২০০২ থেকে ২০০৪ পর্যন্ত প্রায় ২ বছর ধরে নানা ছবি তুলেছে লাল গ্রহের। অরবিটারের থার্মাল এমিশন ইমেজিং সিস্টেমের মাধ্যমে মঙ্গলের উত্তর মেরুর দিক থেকে ছবিগুলো তোলা হয়েছিল।

সেখান থেকে ছবি বাছাই করে স্পেশ্যাল এফেক্টের মাধ্যমে তৈরি হয়েছে লাল গ্রহে নীলচে পাহাড়ের ছবি। ওডিসির কার্যকালের ২০ বছরকে সম্মান জানাতে এই সিদ্ধান্ত, এমনই জানিয়েছে নাসা।

এই ওডিসি মিশনের নেপথ্যে রয়েছে নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি।

(ঢাকাটাইমস/১৬এপ্রিল/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা