বোয়ালমারীতে লকডাউন অমান্য করায় ছয় ব্যবসায়ীর জরিমানা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২১, ২১:৪৭

ফরিদপুরের বোয়ালমারী পৌরবাজার সদরে লকডাউন অমান্য করে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে শনিবার ছয় ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আদালত পরিচালনা করেন বোয়ালমারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মারিয়া হক।

আদারত সূত্রে জানা যায়, দেশব্যাপী করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত লকডাউন অমান্য করে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে বোয়ালমারী বাজারের সিমেন্ট ব্যবসায়ী পরেশ চন্দ্র সরকার ও গীতাঞ্জলি ইলেকট্রনিক্সের মিন্টু সাহাকে ৫০০০ টাকা করে এবং জুতা ব্যবসায়ী দাউদ, কাঠ ব্যবসায়ী হুমায়ুন, সোহাগ স্টিলের ইদ্রিস ও চুন্নু অটোকে ১০০০ টাকা করে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক বলেন, সবাইকে সরকারি বিধি-নিষেধ মেনে চলতে হবে। আগামীতেও এ ধরনের অভিযান চলবে।

(ঢাকাটাইমস/১৭এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :