গৃহবধূকে ‘ন্যাড়া’ করল স্বামী, মামলা নেয়নি পুলিশ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২১, ১৯:০০

টাঙ্গাইলের ভূঞাপুরে যৌতুকের টাকা না দেয়ায় এক গৃহবধূর মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ ওঠেছে তার স্বামী, শ্বশুর-শাশুড়ি ও ননদের বিরুদ্ধে। তাকে শারীরিকভাবে নির্যাতনও করেছে বলে অভিযোগ রয়েছৈ।

গত বৃহস্পতিবারের এ ঘটনায় পুলিশ মামলা নেয় নি বলে ভুক্তভোগীর পরিবার অভিযোগ করেছে।

জানা গেছে, উপজেলার বাহাদীপুর গ্রামের কোরবান আলীর মেয়ে ভুক্তভোগী কবিতার সঙ্গে রাউৎবাড়ী গ্রামের আরশেদের ছয় মাস আগে বিয়ে হয়। বিয়ের কিছুদিন যেতে না যেতেই যৌতুকের টাকার জন্য তার স্বামী, শ্বশুর-শাশুড়ি ও ননদ প্রায়ই তাকে মারধর করতেন।

কবিতার মা শিমু বেগম জানান, ‘বিয়ের পর থেকে যৌতুকের জন্য আমার মেয়েকে বিভিন্ন সময়ে তার শ্বশুর-শাশুড়ি ও আরশেদের বড়বোন মারধর ও নির্যাতন করত। কিন্তু আমরা দরিদ্র। তাই যৌতুক দিতে না পারায় আরশেদ কবিতাকে নিয়ে গাজীপুর চলে যায়। সেখানে আরশেদ একটি গার্মেন্টস কারখানায় চাকরি করত। এর কিছুদিন পর কবিতার শ্বশুর-শাশুড়ি ও আরশেদের বড়বোন সেখানে গিয়েও যৌতুকের জন্য মারধর করে। এক পর্যায়ে তারা গত বৃহস্পতিবার আমার মেয়েকে মাথা ন্যাড়া করে দেয়।’

তিনি আরও বলেন, ‘মাথা ন্যাড়া ও নির্যাতনের বিষয়টি কবিতা মোবাইল ফোনে আমাকে জানালে তাকে বাড়ি চলে আসতে বলি। পরে বাড়ি আসার পর তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে তাকে নিয়ে গত শুক্রবার সকালে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পরে থানায় গেলে পুলিশ মামলা নিতে অপারগতা প্রকাশ করে।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মহীউদ্দিন জানান, ‘কবিতার মাথা ন্যাড়া ও বাম-ডান পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। গত শনিবার সন্ধ্যায় চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেয়া হয়েছে।’

এদিকে, ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব বলেন, ‘মাথা ন্যাড়া ও শারীরিক নির্যাতনের ঘটনাটি গাজীপুরের। তাকে কোর্টে বা গাজীপুর থানায় মামলা করার জন্য পরামর্শ দেয়া হয়েছে।’

(ঢাকাটাইমস/১৮এপ্রিল/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :