এনটিভির ক্যামেরাপারসনের ওপর হামলায় অভিযুক্ত সাকিব গ্রেপ্তার

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ এপ্রিল ২০২১, ২২:১৯
অ- অ+

এনটিভি যশোর অফিসের ক্যামেরাপারসন শামীম রেজার ওপর হামলায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। পুলিশ অভিযুক্ত সাকিব আহম্মেদকে গ্রেপ্তার করেছে। তিনি শহরের কাজীপাড়া আমতলা মোড়স্থ পুরাতন কসবার সেলিমের ছেলে।

সোমবার রাতে কোতয়ালি মডেল থানায় শামীম রেজা মামলায় সাকিব আহম্মেদকে আসামি করে বলেছেন, সোমবার বিকালে যশোর শহরের প্রেসক্লাব ও সিভিল কোর্ট মোড় থেকে শহরের কাজীপাড়া আমতলা মোড় পুরাতন কসবার বাড়িতে ফিরছিল। বিকাল সাড়ে ৪টায় পুরাতন কসবা ডায়মন্ড প্রেস মোড় মক্তব স্কুলের পাশে সিহাব স্টোরের দোকানের সামনে পৌছালে মোটরসাইকেল রেখে সিহাব স্টোর থেকে বাসার মালামাল কেনাকাটা করছিল। সেখানে সাকিব আহম্মেদ অপরিচিত লোককে বলে পৌরসভার মিটিং ৪ নং ওয়ার্ড কাউন্সিলরের সাথে মেয়রের বাকবিতন্ডা হয়। শামীম রোজা বিষয়টি শুনে প্রতিবাদ জানিয়ে বলে সেখানে কোন বাকবিতণ্ডার কোন ঘটনা ঘটেনি। এই বলে সাকিব আহম্মেদ উত্তেজিত হয়ে শামীম রেজার ওপর চড়াও হয়। গালিগালাজের এক পর্যায় ঘর থেকে লোহার রড বের করে মারপিট করে। এসময় শামীম রেজার ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করে ৪০ হাজার টাকা ক্ষতি করে। লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারপিট করার এক পর্যায়ে ১৫ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন ও প্যান্টের পকেটে থাকা নগদ ১০ হাজার ৮০০ টাকা কেড়ে নেয়। স্থানীয় লোকজন এগিয়ে এলে সাকিব আহম্মেদ শামীম রেজাকে খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। পরে শামীম রেজাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে তার বাড়ি হতে বখতিয়ার আহম্মেদ সাকিবকে কোতয়ালি মডেল থানার এসআই সেকেন্দার আবু জাফর আদালতে সোপর্দ করে।

(ঢাকাটাইমস/২০এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ
আর্থিক খাতে অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক কর্মসূচির প্রশংসা বিশ্বব্যাংকের
মিটফোর্ডে সোহাগ হত্যা: মামলার অন্যতম আসামি নান্নু গ্রেপ্তার
স্টার্কের দ্রুততম ৫ উইকেট, সাত ব্যাটসম্যানের শূন্যসহ ২৭ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা