আইনজীবীদের ১ লাখ করে টাকা দেয়ার দাবি খন্দকার মাহবুবের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ এপ্রিল ২০২১, ২০:০২
অ- অ+
ফাইল ছবি

করোনাকালে প্রত্যেক আইনজীবীকে এক লাখ টাকা করে থোক বরাদ্দ দেয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

বুধবার (২১ এপ্রিল) গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে খন্দকার মাহবুব হোসেন এ দাবি জানান।

তিনি বলেন, গত দুই বছর করোনাভাইরাসের কারণে আদালতে মামলা করার সুযোগ পাচ্ছেন না আইনজীবীরা। আর চলমান লকডাউনে তারা অর্থনৈতিকভাবে সংকটের মধ্যে আছেন। আমি মনে করি করোনার এই দুর্যোগে বাংলাদেশ বার কাউন্সিলের তরফ থেকে প্রত্যেক আইনজীবীকে এক লাখ টাকা থোক বরাদ্দ দেয়া উচিত।

বার কাউন্সিল নিজস্ব ফান্ড থেকে এই অর্থ দিতে পারে। আর ফান্ডের সমস্যা হলে প্রয়োজনে সরকারের কাছ থেকে অর্থ সহায়তা নিয়ে আইনজীবীদের পাশে দাঁড়াতে পারে।

তিনি আরও বলেন, বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত আইনজীবীদের অনুদান দিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল। এছাড়া হাইকোর্টের যারা আইনজীবী তাদেরকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বেনাভলেন) ফান্ড থেকে অর্থ বরাদ্দ দেয়ার দাবি জানাচ্ছি।

(ঢাকা টাইমস/২১ এপ্রিল/এআইএম/ ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ – গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন,সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
নিবন্ধন স্থগিত হলেও ইসির তফসিলে থাকছে ‘নৌকা’, অন্তর্ভুক্ত হচ্ছে না ‘শাপলা’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা