১৪ দিন পর সেপটিক ট্যাংকে মিলল দগ্ধ দুই লাশের মাথা

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ এপ্রিল ২০২১, ২১:৫৮
অ- অ+

ভোলার চরফ্যাশন উপজেলায় ১৪ দিন আগে উদ্ধার হওয়া দুই যুবকের মাথাবিহীন দগ্ধ লাশের বিচ্ছিন্ন মাথা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে উপজেলার আছলামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ফরাজী বাড়ির মহিবুল্লাহর সেফটিক ট্যাংক থেকে এ মাথা দুইটি উদ্ধার করা হয়।

এর আগে গত ৮ এপ্রিল আসলামপুর ইউনিয়নের একই এলাকার সুন্দরী সেতুর কাছে ভুঁইয়াদের পরিত্যক্ত বাগান থেকে মাথাবিহীন দুইটি দগ্ধ লাশ উদ্ধার করা হয়।

সন্ত্রাসীরা ওই বাগানে গলাকেটে দুই যুবককে হত্যা করে লাশ আগুনে ধরিয়ে দেয় বলে ধারণা করা হচ্ছে।

পরে পুলিশ লাশ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

এ ঘটনায় চরফ্যাশন থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা করেন।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিঞা জানান, হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাতজনকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। মাথা দুটি ডিএনএ টেস্টের জন্য পাঠানো হবে। শিগগিরই লাশের পরিচয় এবং ঘটনার মূল রহস্য উদঘাটন হবে বলে আমরা আশা করি।

(ঢাকাটাইমস/২২এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাউথইস্ট ব্যাংক ও খুলনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কো-ব্র্যান্ডেড ক্রেডিট ও প্রিপেইড কার্ড উদ্বোধন
সিটি ব্যাংক ও আইবিএ-ঢাবির যৌথভাবে ‘এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং গ্রোগ্রাম’-এর চুক্তি 
ঝিনাইদহে পুলিশ কর্মকর্তা হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
মুন্সীগঞ্জে ডিআইজির কল্যাণ সভা ও শহীদ পরিবারকে সম্মাননা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা