রাবিতে মর্টারশেল ও রকেটলাঞ্চার উদ্ধার

রাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ এপ্রিল ২০২১, ১৯:৪০
অ- অ+

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমি এলাকায় আরো দুটি অবিস্ফোরিত মর্টারশেল ও একটি রকেটলাঞ্চার পাওয়া গেছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ সামসুজ্জোহা হলের পূর্বদিকে খননকৃত নতুন পুকুরে মর্টারশেল দুটি ও লাঞ্চারটি খুঁজে পাওয়া যায়। স্থানীয় বুধপাড়া এলাকার জুয়েল এ বিস্ফোরক বস্তুগুলো দেখতে পান। সে হাত ধোয়ার জন্য এসেছিলেন সেখানে। পরে বিষয়টি বধ্যভূমি পুলিশ বক্সের সদস্যের জানায়।

ওই সংবাদেরভিত্তিতে রাবি পুলিশ ফাঁড়ির কনস্টেবল জামরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিত্যক্ত মর্টারশেল এবং ১টি রকেটলাঞ্চার দেখতে পেয়ে উদ্ধার করে গণকবরের পুলিশ পোস্টের কাছে নিয়ে আসেন। পরিত্যক্ত উদ্ধারকৃত মর্টারশেল ও রকেটলাঞ্চার ৩টি পুলিশ হেফাজতে আছে। পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, বধ্যভূমি পুলিশ বক্সের পুলিশ সদস্য রাম আমাকে প্রথমে বিষয়টি জানায়। আমি বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির মাধ্যমে মতিহার থানাকে পূর্বের মতো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি।

(ঢাকাটাইমস/৩০এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিমানবন্দরে চোরাচালানে ‘জিরো টলারেন্সে’ কাস্টমস
মাহদির নতুন মিউজিক ভিডিও ‘জানরে তুই আয়না’
শাহ্জালাল ইসলামী ব্যাংকের আওতাধীন উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির (ইডিপি) সমাপনী ও সনদ বিতরণ 
রূপালী ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা