ফিলিস্তিনি নারীর বাড়ি দখল করল ইসরায়েলি যুবক

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ মে ২০২১, ২১:১৭ | প্রকাশিত : ০৪ মে ২০২১, ২০:৪৬

ইসরায়েলি এক দখলদারের বিরুদ্ধে ফিলিস্তিনি নারীর বাড়ি দখল করার অভিযোগ উঠেছে। ইসরায়েল দখলকৃত পূর্ব জেরুজালেমে এই ঘটনা ঘটেছে।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

ওই ভিডিওতে বাড়ির মালিক মনা আল কুর্দ ইসরায়েলি ওই দখলদারকে তার বাড়ি দখলের কারণ সম্পর্কে জানতে চান। জবাবে ইসরায়েলি ওই দখলদার বলেন, ‘যদি আমি তোমার বাড়ি চুরি নাও করি, তাহলে অন্য কেউ করবে।’

আল জাজিরার খবরে বলা হয়েছে, গত শনিবার ফিলিস্তিনি অ্যাকটিভিস্ট ‘তামের মাকালদা’ দখলদার ইসরায়েলি যুবক জ্যাকব ও ভুক্তভোগী মনা আল কুর্দের মধ্যকার সংলাপের ভিডিও ধারণ করেন। ওই ভিডিওতে দেখা যায়, ২২ বছর বয়সী ফিলিস্তিনি কুর্দ ইসরায়েলি দখলদারের সঙ্গে কথা কাটাকাটি করছেন।

ভিডিওতে আল কুর্দকে ইংরেজিতে বলতে শোনা যায়, ‘জ্যাকব, তুমি জানো যে এটা তোমার বাড়ি না? তখন ওই দখলদার মোটা গলায় আমেরিকান অ্যাকসেন্টে বলেন, ‘হ্যাঁ, তবে আমি চলে গেলেও এই বাড়ি তুমি ফেরত পাবে না। সুতরাং, সমস্যা কি, কেন তুমি আমার সাথে চিৎকার করছো?’

এর জবাবে আল কুর্দ বলেন, ‘তুমি আমার বাড়ি চুড়ি করছো, তখন ওই দখলদার জবাব দেন, ‘যদি আমি চুরি নাও করি, অন্য কেউ চুরি করবে।’ তখন আল কুর্দ বলেন, ‘কারও অধিকার নেই আমার বাড়ি চুরি করার। এর জবাবে জ্যাকব হিব্রুতে বলেন, ‘আমি এই বাড়ি তোমাকে ফেরত দিব না।’

(ঢাকাটাইমস/০৪মে/কেআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে তীব্র ক্ষোভ মমতার

ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি 

ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্বে ১৩ রাজ্যের ৮৮ আসনে ভোটগ্রহণ শুক্রবার

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেপ্তার করতে চায় আর্জেন্টিনা, কিন্তু কেন?

স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দায়িত্বপালন থেকে বিরত থাকবেন স্পেনের প্রধানমন্ত্রী 

ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র

ইসরায়েল-ইরান সংঘাত: সিরিয়া কি নতুন যুদ্ধক্ষেত্র হবে?

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিবে জ্যামাইকা

পাকিস্তানের পর এবার শ্রীলঙ্কা সফরে ইরানের প্রেসিডেন্ট

বিরল সফরে ইরানে উত্তর কোরিয়ার প্রতিনিধিদল

এই বিভাগের সব খবর

শিরোনাম :