আলফাডাঙ্গায় কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ মে ২০২১, ১৫:১৯
অ- অ+

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক কৃষকের জমির ধান কেটে দিয়েছেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার সকালে পৌর শহরের নওয়াপাড়া গ্রামের কৃষক হাবিবুর শেখের ৫৪ শতাংশ জমির ধান কেটে দেন তারা।

উপজেলা ছাত্রলীগ নেতা নওফেল আহমেদ ও মো. আসাদুজ্জামানের নেতৃত্বে এই ধানকাটা কর্মসূচিতে আরও অংশ নেন ইজাজ আহমেদ শুভ, এম এন সাকিব ইসলাম, ইস্রাফিল ফকির, সাব্বির আহমেদ, শেখ মেহেদী, নাঈম মিয়া, আব্দুল্লাহ শেখ, রিপন হোসেন অনু, মোস্তাফিজুর রহমান সানি প্রমুখ।

আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এবং ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজীদুল রশীদ চৌধুরী রিয়ান ও সাধারণ সম্পাদক মো. ফাহিম আহমেদের সার্বিক নির্দেশনায় নেতাকর্মীরা কৃষকের ধান কেটে দেন। দেশের এই ক্রান্তিলগ্নে অসহায় কৃষকের পাশে দাঁড়াতে পেরে তারা আনন্দিত।

কৃষক হাবিবুর শেখ বলেন, শ্রমিক সংকটের কারণে তিনি জমির ধান কাটতে পারছিলেন না। এ নিয়ে বেশ চিন্তায় ছিলেন। ছাত্রলীগের নেতাকর্মীরা ধান কেটে তার বাড়ি পৌঁছে দিয়েছেন। এ জন্য তিনি ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞ।

(ঢাকাটাইমস/৫মে/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাঙ্গুনিয়ায় শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ
র‍্যাব সদর দপ্তরে আইনবিষয়ক সেমিনার ও এআই প্রশিক্ষণ অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে 'জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ' উদ্বোধন
দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় ব্যবসায়ী নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা