ক্যাপ্টেনের ‘রিলিফের মাল’ (ভিডিও)

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ মে ২০২১, ০১:৩০| আপডেট : ১০ মে ২০২১, ০৩:৪৬
অ- অ+

যাযাবর ব্যান্ডের ভোকাল ক্যাপ্টেনের প্রথম সোলো প্রজেক্ট ‘রিলিফের মাল’ শিরোনামের একটি গান গত ৬ মে মুক্তি পেয়েছে। তুহিন সিদ্দিকীর লেখা সুরে অসাধারণ একটি ফোক ঘারানার গান এটি। এর সংগীতায়োজন করেছেন ওয়াহিদ শাহীন।

গানটির কথার সঙ্গে মিল রেখে এতে র‌্যাম্প ভয়েস দিয়েছেন কাব্যিক পলাশ। ডিওপি ও ডিরেক্টর হিসেবে কাজ করেছেন রাহাত বাপ্পি।

গানটির শিল্পী ক্যাপ্টেন জানান, ‘ব্যান্ড নিয়ে কাজ করে আসছি বেশ কয়েক বছর ধরে। যাযাবরের প্রথম অ্যালবাম জি সিরিজের ব্যানার থেকে মুক্তি পায় ২০১৫ সালে ‘বিশ্বাসের একটা ব্যাপার’ শিরোনামে। নিজেদের গান ও বিভিন্ন স্টেজ প্রোগ্রামে হঠাৎ আমরা ব্যস্ত হয়ে পড়ি। দেশের মফস্বল অঞ্চল থেকে শুরু করে জেলায় জেলায় ও বিভিন্ন টিভি লাইভ প্রোগ্রাম শুরু হয় আমাদের। দেশের সর্বত্র ছড়িয়ে পড়ে যাযাবরের নাম।’

তিনি আরও জানান, ‘আমাদের দ্বিতীয় অ্যালবাম ‘যাযাবর’ শিরোনামে এস এফ মাল্টিমিডিয়ার ব্যানার থেকে মুক্তি পায় ২০২০ সালের জানুয়ারিতে। ব্যান্ডের পাশাপাশি এই প্রথম সোলো গান গাইলাম ‘রিলিফের মাল’। ডিজে মিউজিক ভার্শন ও র‌্যাম্প সংমিশ্রণের এ গানটি সবার ভালো লাগবে বলে আশা করি।’

প্রসঙ্গত, ‘রিলিফের মাল’ গানটি গত ৬ মে সন্ধ্যা ৭টায় ক্যাপ্টেন গান বাজার ইউটিউব চ্যানেলের ব্যানার থেকে মুক্তি পেয়েছে।

ঢাকাটাইমস/১০মে/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দোহার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল হক গ্রেপ্তার
‘প্যালেস্টাইন-২’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালাল ইয়েমেন
সুবর্ণচর এক্সপ্রেস দ্রুত চালুর দাবিতে নোয়াখালীতে দেড়ঘণ্টা রেলপথ অবরোধ 
জেফারের তীরে মিশ্র প্রতিক্রিয়া দর্শক-শ্রোতার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা