সিরাজগঞ্জের মহাসড়কে স্বস্তি, নেই যানজট

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ মে ২০২১, ১৩:৩১ | প্রকাশিত : ১৩ মে ২০২১, ১২:৪৭

সিরাজগঞ্জের মহাসড়কে গতরাতে গাড়ির চাপ থাকলেও তা ভোর রাতেই স্বাভাবিক হয়ে গেছে। এই মহাসড়কে যানজটও নেই। সকালে মহাসড়কের চিত্র যেন গতকালের চেয়ে পুরোটাই ভিন্ন।

ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কে সিরাজগঞ্জের কোনো অংশে নেই যানজট ও গাড়ির চাপ। মাঝে মধ্যে চলছে কিছু গাড়ি।

বৃহস্পতিবার সকালে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. আব্দুল গণি ও হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহেল বাকী এই তথ্য নিশ্চিত করেছেন।।

ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. আব্দুল গণি বলেন, রাতে মহাসড়কে গাড়ির চাপ ও কিছুটা যানজটের পাশাপাশি ধীরগতি থাকলেও তা ভোরবেলাতেই কেটে গেছে। এখন মহাসড়কে গাড়ির কোনো চাপ নেই বলেও জানান তিনি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার কর্তব্যরত কর্মকর্তা মোছা. মিলি আক্তার বলেন, মহাসড়কে যানজট বা গাড়ির চাপ কোনটাই নেই। মাঝে মাঝে কিছু গাড়ি চলছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহেল বাকী মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে জানান, মহাসড়কে গাড়ি চলাচল স্বাভাবিকের চেয়েও কম। রাতে গাড়ির চাপ থাকলেও সকাল থেকে মহাসড়কে গাড়ির কোনো চাপই নেই বলে জানান এই কর্মকর্তা।

(ঢাকাটাইমস/১৩মে/প্রতিনিধি/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :