ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল রাজমিস্ত্রির

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ মে ২০২১, ১৮:৩৪

দিনাজপুরের চিরিরবন্দরে দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে তাজমুল ইসলাম (৪০) নামে একজন প্রতিবেশী রাজমিস্ত্রি নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার অমরপুর ইউনিয়নের ডাঙাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তাজমুল একই গ্রামের অফুর উদ্দিনের ছেলে। এ ঘটনায় পুলিশ মহিলাসহ ছয়জন আসামিকে আটক করে হত্যা মামলা করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের একই পরিবারের চাচাতো ভায়রা ভাইর স্ত্রীর বোন জামাতার মেয়ের সাথে পারিবারিক তুচ্ছ বিষয় নিয়ে মইনুলের পরিবার ও আজমুলের পরিবারের মধ্যে বিবাদের সৃষ্টি হয়।

এ সময় মইনুলের পরিবারের লোকজনের সাথে আজমুলের পরিবারের লোকজনের ধাক্কাধাক্কি শুরু হয়। এর এক পর্যায়ে রাজমিস্ত্রি তাজমুল ইসলাম ঝগড়া থামাতে গেলে মইনুলের হাতের রডের আঘাত তার মাথায় লাগে। এতে তাজমুল ঘটনাস্থলেই মাটিতে পড়ে যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, তুচ্ছ বিষয় নিয়ে খুনের ঘটনা ঘটেছে। মইনুলের পরিবারসহ তাদের ছয়জনকে আটক করে একটি হত্যা মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/১৫মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :