ফুটবলেও জোয়ার আসবে, প্রত্যাশা বসুন্ধরা এমডির

ক্রিকেটের মতো দেশের ফুটবলকেও এগিয়ে নিতে নিজের ইচ্ছের কথা ব্যক্ত করেছেন শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। তিনি প্রত্যাশা করছেন, ক্রিকেটের মতো ফুটবলেও জোয়ার আসবে দেশে। তবে এ জন্য দেশের অন্যান্য বড় শিল্পগোষ্ঠীদের এগিয়ে আসা প্রয়োজন বলে মনে করেন তিনি।
বিশিষ্ট এই ক্রীড়া সংগঠক বলেন, ‘বিশ্বে এক নম্বর খেলা হলো ফুটবল। কিন্তু বাংলাদেশ ফুটবলে পিছিয়ে আছে। তবে ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি। বাংলাদেশে ক্রিকেটে যেমন একটা জোয়ার আসছে, তা ফুটবলেও আসবে। ধাপে ধাপে সবই হবে।’
শনিবার শেখ রাসেল ক্রীড়াচক্র লিমিটেডের পরিচালনা পর্ষদের (২০২১-২৪) নির্বাচন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ কথা বলেন তিনি। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন হয়। এতে ৩০টি পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৬০ জন। ভোটার ছিলেন ৯৮ জন। শনিবার সকাল সাড়ে নয়টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ইমরুল হাসান।
বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘আমরা চাই না শেখ রাসেল ক্রীড়া চক্রের এই নির্বাচন নিয়ে ভবিষ্যতে কোনো প্রশ্ন উঠুক। ভোট গ্রহণের পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা হয়েছিল। উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে।’
বিশিষ্ট ক্রীড়া সংগঠক সায়েম সোবহান আনভীর আরও বলেন, ‘বোর্ড মেম্বার ও বোর্ড ডিরেক্টররা মিলে আমরা শেখ রাসেল ক্রীড়া চক্রের ভবিষ্যত কেমন হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেব। আজ (শনিবার) নির্বাচন হয়েছে। এরপর কমিটি হবে। কমিটির বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আমরা আবার নতুন করে, নতুন উদ্যমে সবকিছু শুরু করব। আমাদের স্বপ্নপূরণের কৌশল কেমন হবে সে বিষয়ে সবার মতামত গ্রহণের পরই সিদ্ধান্ত হবে।’
শেখ রাসেল ক্রীড়া চক্র থেকে ক্রিকেট টিম গড়ার বিষয়ে উল্লেখ করেন তিনি। বলেন, ‘করোনা ভাইরাস মহামারির জন্য উদ্যোগটি পিছিয়ে গেছে। করোনার প্রভাব সারা বিশ্বেই পড়েছে। করোনার কারণে শেখ রাসেল ক্রীড়া চক্রের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হয়েছে। তবে একবার যখন ক্রিকেট টিম গড়ার বিষয়ে আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি, এটা হবেই।’
শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান বলেন, ‘আমাদের স্বপ্ন ছিল একটা একাডেমি হবে, মাঠ হবে। এ বিষয়ে চূড়ান্ত পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু গত বছর থেকে করোনা মহামারি সব পরিকল্পনাকে উলটপালট করে দিয়েছে। করোনা পরিস্থিতির কারণে আমরা কোনো কিছুই এগিয়ে নিতে পারিনি।’
বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে আমরা একটা স্পোর্টস কমপ্লেক্স করেছি। বাংলাদেশে এরকম আরও অনেক বড় বড় গ্রুপ আছে। তাদেরও উচিত ফুটবল একাডেমি গড়ে তোলা, ফুটবলের সামগ্রিক উন্নয়নে নিজ নিজ অবস্থান থেকে উদ্যোগ গ্রহণ করা।’
দেশের সামগ্রিক ফুটবলের উন্নয়নের বিষয়ে আনভীর বলেন, ‘সবার উচিত ফুটবলকে পৃষ্ঠপোষকতা দেওয়া। বিশ্বের এক নম্বর খেলা হওয়া সত্ত্বেও বাংলাদেশ ফুটবলটা কেন জানি অবহেলিত। ফুটবলের অনেক বিষয়ে উন্নয়নের সুযোগ আছে। ’
(ঢাকাটাইমস/২৯মে/এইচএফ)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ

টস জিতে ফিল্ডিংয়ে বরিশাল

নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে ভারতের মেয়েরা

সিলেটকে হারিয়ে সেরা চারে শক্ত অবস্থান রংপুরের

সুপার কাপ থেকে রোনালদোর আল নাসেরের বিদায়

বিপিএল চলাকালে মন্ত্রীত্ব পেলেন ওয়াহাব

মাশরাফি-সাকিবের ব্যাটে লজ্জা এড়ালো সিলেট

রংপুরের বোলারদের সামনে কাঁপছে সিলেট

সাকিব-তামিমরা যেন মাঠ থেকে অবসর নিতে পারে: মাশরাফি

বড় চ্যালেঞ্জের সামনে দক্ষিণ আফ্রিকা
