ইয়েমেনে অভিবাসীবাহী নৌকা ডুবে ২৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ জুন ২০২১, ১২:২৪| আপডেট : ১৫ জুন ২০২১, ১৫:২৮
অ- অ+

ইয়েমেনের একটি নদীতে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে ২৫ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন শতাধিক অভিবাসীপ্রত্যাশী।

গত দুই দিন আগের ওই ঘটনায় ২৫ মরদেহ উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড সদস্যরা। দেশটির একটি প্রাদেশিক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। খবর এএফপির।

বার্তা সংস্থাটির খবরে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে প্রায় ২০০ জন লোক বহন করা হয়েছে নৌকাটিতে।

সোমবার লাহিজ প্রাদেশিক কর্তৃপক্ষের জলিল আহমেদ আলী বলেন, দুই দিন আগে নৌকাটি উল্টে যায়। সেখানে ১৬০ থেকে ২০০ জনের মতো যাত্রী ছিল।

দক্ষিণ ইয়েমেনের জেলেরা জানিয়েছেন, তারা আফ্রিকার বংশোদ্ভূত বলে ধারনা করা হচ্ছে। ২৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। যারা অনেকে উপসাগরীয় রাষ্ট্রে যাওয়ার আগে ইয়েমেনে পৌঁছানোর চেষ্টা করেছিল।

জেলেরা জানিয়েছেন, লাশগুলি দক্ষিণ প্রদেশের লাহিজ প্রদেশের রাস আল-আরা অঞ্চলে জিবুতিতে উপকূলে বাব-আল-মান্দেব পনিতে ভাসছিল।

সাম্প্রতিক মাসগুলোতে জিবুতিকে ইয়েমেন থেকে পৃথককারী বাব এল-মান্দেব স্ট্রেইটে কয়েক ডজন অভিবাসী মারা গিয়েছে, যা আন্তর্জাতিক পাচারকারীদের জন্য প্রধান অঞ্চল ও মানবপাচারেরও প্রধান পথ।

ঢাকাটাইমস/১৫জুন/কেএমএস/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা