বাগেরহাটে করোনা সংক্রমণের হার ৩৫ শতাংশ

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ জুন ২০২১, ১৯:২৬
অ- অ+

বাগেরহাটে করোনা আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। বাগেরহাটে গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৬৮ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। ১৯৪টি নমুনা পরীক্ষায় ৬৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। জেলায় গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার প্রায় ৩৫ শতাংশ। জেলার সবচেয়ে ঝুঁকিতে থাকা মোংলা উপজেলাতে ৩২টি নমুনা পরীক্ষায় ১৫ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ে। সেখানে সংক্রমণের হার ৪৫ শতাংশ। যা গত ২৪ ঘণ্টার তুলনায় ৫ শতাংশ কম।

এই নিয়ে বাগেরহাট জেলায় করোনা ভাইরাসে সংক্রমণে প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তের সংখ্যা দাাঁড়াল দুই হাজার ৫৪৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন এক হাজার ৭০০ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৫ জন বলে জানিয়েছে জেলা সিভিল সার্জনের কার্যালয়।

এদিকে, জেলার সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা মোংলা উপজেলায় তৃতীয় দফায় বাড়ানো সাত দিনের কঠোর বিধি ঢিমেঢালাভাবে চলছে। কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে সাধারণ মানুষের চলাফেরা বেড়েছে। জনসমাগমের উৎসস্থল হাটবাজারে মানুষের উপচেপড়া ভিড়। প্রশাসনের আরোপ করা কঠোর বিধিনিষেধ কেউ মানছেন না। নৌকাতে গাদাগাদি করে যাত্রী পারাপার চলছে। ফলে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। প্রশাসনের আরোপিত কঠোর বিধিনিষেধ আগামী ২৩ জুন পর্যন্ত চলবে বলে জানিয়েছেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেন, বাগেরহাট জেলায় গত দুই সপ্তাহ ধরে সংক্রমণের হার বেশি। মোংলা, রামপাল, ফকিরহাট ও বাগেরহাট পৌরসভা এলাকা এখন করোনা হটস্পট হয়ে উঠেছে। জেলায় সংক্রমণের হার সর্বোচ্চ ৭৩ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল। জেলায় ৪০ থেকে ৫০ শতাংশের মধ্যে ওঠানামা করছে। করোনা সংক্রমণ রোধে সবাইকে সচেতন হতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

তিনি আরও বলেন, বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। খুলনা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় এদের মৃত্যু হয়। বাগেরহাটে সংগ্রহ করা ১৯৪টি নমুনা পরীক্ষায় আরও ৬৮ জনের করোনা পজিটিভ এসেছে। জেলায় গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ৩৫ শতাংশ। সবচেয়ে ঝুঁকিতে থাকা মোংলা উপজেলাতে গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৩২টির মধ্যে ১৫টি পজিটিভ এসেছে। বাগেরহাট জেলায় গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ১৫ শতাংশ কম।

(ঢাকাটাইমস/২০জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই রাত স্মরণে তালা ভেঙে বেরিয়ে এলেন রোকেয়া হলের ছাত্রীরা
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা