মৌলভীবাজারে ৬৫৭ পরিবার প্রধানমন্ত্রীর ঘর উপহার

মৌলভীবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ জুন ২০২১, ২০:৩৯

আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে মৌলভীবাজার জেলায় ৬৫৭ পরিবারকে দুই শতক জমিসহ সেমিপাকা ঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ৫৩ হাজার ৩৪০ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমির মালিকানাসহ শ্রীমঙ্গলের কালাপুরে গৃহ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ঘর হস্তান্তর করেন।

এসময় মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আব্দুস শহিদ, নারী সাংসদ সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাউর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, জেলা প্রশাসনের কর্মকর্তারাসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।

জেলার ৭টি উপজেলায় ৬৫৭টি ঘর এর মধ্যে সদর উপজেলায় ৩৭টি, রাজনগরে ৪২টি, শ্রীমঙ্গলে ১৫৮টি, কমলগঞ্জে ১৫২টি, কুলাউড়ায় ৮৩টি, জুড়ীতে ৮০টি, বড়লেকায় ১০৫টি।

(ঢাকাটাইমস/২০জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :