মির্জাপুরে আট মাদকসেবী আটক

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ জুন ২০২১, ২১:৫৭
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুরে মাদক সেবনের অপরাধে আটজনকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার মহেড়া ইউনিয়নের ছাওয়ালী বাজারের মৃত রাধা দাসের পরিত্যক্ত বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জেলার দেলদুয়ার উপজেলার ডুবাইল মধ্যপাড়া গ্রামের আঞ্জু মিয়া (৫৫), শুভুল্যা গ্রামের জহিরুল ইসলাম (৩৮), মহেড়া ইউনিয়নের আগছাওয়ালী গ্রামের মোয়াজ্জেম হোসেন (৩১), ঘাটাইল উপজেলা লক্ষিন্দ গ্রামের হেলাল উদ্দিন (৩৭), একই উপজেলা সদরের ঝগড়ার বাজারের ফারুক হোসেন (২৮), দেলদুয়ার উপজেলার জাঙ্গালিয়া মধ্যপাড়ার শফিকুল খান (৩৫), টাঙ্গাইল সদরের কচুয়াডাঙ্গা গ্রামের আশরাফ (২৯) এবং ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর গ্রামের ইয়াছিন মিয়া (৩২)।

মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, আটকরা দীর্ঘদিন ধরে উপজেলার মহড়ো ইউনিয়নের ছাওয়ালী বাজারের মৃত রাধা দাসের পরিত্যক্ত বাড়িতে মাদকের আসর বসিয়ে সেবন করে আসছিল। গোপন সংবাদে অভিযান চালিয়ে সকালে তাদের আটক করা হয়।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু জানান, আটকদের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৩জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিপ্লোমাধারীদের সিডিসি প্রদানের সিদ্ধান্ত বাতিলসহ ৫ দাবিতে মেরিনার্স কমিউনিটির মানববন্ধন
কুমিল্লার পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
বেনাপোলে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
‘আমি সন্ত্রাসী বলছি, টাকা দেন’— ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়, ডিবির অভিযানে তিনজন ধরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা