ট্যাসলকের কপিরাইট সনদ পেলেন রাদবী রেজা

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ জুন ২০২১, ০৯:১৪| আপডেট : ২৫ জুন ২০২১, ১০:১৮
অ- অ+

যানবাহনের নিরাপত্তায় দেশীয় প্রযুক্তি ট্যাসলকের উদ্ভাবক রাদবী রেজা কপিরাইট সনদ পেয়েছেন। ২৩ জুন রেজিস্ট্রার অব কপিরাইটস জাফর রাজা চৌধুরীর কাছ থেকে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ রাদবী রেজা নিজ উদ্ভাবিত ট্যাসলক শিল্পকর্মের কপিরাইট রেজিস্ট্রেশন সনদ গ্রহণ করছেন।

বাংলাদেশ কপিরাইট অফিসের অফিসিয়াল ফেসবুকে পেজে এক পোস্টের মাধ্যমে ট্যাসলকের সনদ প্রাপ্তির বিষয়টি উল্লেখ করা হয়।

রাদবী রেজা ঢাকা টাইমসকে বলেন, যানবাহনের নিরাপত্তার জন্য এক অনন্য ও ব্যতিক্রমধর্মী উদ্ভাবন। এই লকটি সম্পূর্ণ অটোমেটেড সেন্সর সিস্টেমে পরিচালিত। ফলে ডিভাইসটি বাহন থেকে বিচ্ছিন্ন করা হলেও বাহনটি স্টার্ট হবে না। ডিভাইসটি ব্যবহারের জন্য কোন নেটওয়ার্কের প্রয়োজন হয় না। ফলে মাসিক কোন চার্জও দিতে হয় না। এতে লাইভ ট্র্যাকিংয়ের ব্যবস্থা রয়েছে এবং বিশ্বের যেকোন স্থান থেকে ট্রান্সপোর্টটিকে বন্ধ করে দেয়া যায়।

জানা যায়, ২০১৬ সাল থেকে গাড়ি ও বাইকের নিরাপত্তা নিশ্চিতে সিকিউরিটি ডিভাইস নিয়ে কাজ করছেন রেজা।

এখন পর্যন্ত প্রায় ১৪ ধরনের সিকিউরিটি ডিভাইস বাজারে এনেছে ট্যাসলক। এর সবগুলোই রাদবী রেজার উদ্ভাবন অথবা ডেভেলপ করা। এরজন্য রেজার রয়েছে নিজস্ব রিসার্ভ অ্যান্ড ডেভেলপমেন্ট ব্যবস্থা। শেষ তিনটি মডেলের পেটেন্ট ও করা আছে রেজার। এছাড়াও ট্যাসলক নামের ট্রেডমার্ক ও কপিরাইটও করা আছে তার।

রাদবী রেজা বলেন, আমরা মোটরসাইকেলের পাশাপাশি মোটরগাড়ি যেমন বাস, ট্রাক, প্রাইভেটকারের নিরাপত্তা নিয়েও কাজ করি। এমনকি জাহাজের সিকিউরিটি নিয়েও কাজ করে থাকি। আমাদের শুরুটা ছিল মোটরসাইকেল দিয়েই। ২০১৪-১৫ সালের দিকে আমরা শুরু করি।

(ঢাকাটাইমস/২৫জুন/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এবার এনসিপির ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ মার্কা নিয়ে টানাটানি
সৌদিতে বিদেশি পর্যটক ও ভ্রমণকারীদের জন্য নতুন ড্রাইভিং নির্দেশনা
ঢাকাসহ ১৩ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস
গাজায় ত্রাণ নিতে আসা ৮৩৮ জন ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা