ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ল ট্রাক্টর

নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও
 | প্রকাশিত : ১৯ জুলাই ২০২১, ১৭:১৬

ঠাকুরগাঁওয়ের আখানগর রেল স্টেশনের কাছে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় বালিবাহী ট্রাক্টর ছিটকে পড়েছে। তবে সোমবার সকালে এ দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রেলক্রসিংয়ে গেট না থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সচেতনমহল।

জানা গেছে, একটি বালিবাহী মাহিন্দ্র ট্রাক্টর সদর উপজেলার আখানগর রেলস্টেশনের উত্তর পাশ দিয়ে রেল লাইনের ক্রসিং পার হচ্ছিল। ওই সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনট ক্রসিং পার হওয়ার সময় ট্রাক্টরটিকে ধাক্কা দিলে ট্রাক্টরটি ছিটকে রাস্তার পাশে পড়ে এবং চালক ও হেলপারও ছিটকে পড়ে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায় নি। দুর্ঘটনার পর ট্রেনটি আখানগর রেলস্টেশনে দীর্ঘ এক ঘন্টা যাত্রা বিরতি দেয়।

রুবেল ইসলাম নামে স্থানীয় একজন বলেন, আখানগর রেলস্টেশনের পাশে ক্রসিং গেট না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। গেট থাকলে এ দুর্ঘটনা ঘটত না। তাছাড়াও এ স্টেশনের রেল বিভাগের মাস্টার বা অন্যান্য কর্মচারী নেই বললেও চলে।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি একটুর জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। এমন দুর্ঘটনা যেন আর না ঘটে সেজন্য জরুরি ভিত্তিতে ক্রসিং গেট স্থাপন ও গেটম্যান নিয়োগের দাবি জানাচ্ছি।

(ঢাকাটাইমস/১৯জুলাই/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :