সাতক্ষীরায় আজিজা মান্নান ফাউন্ডেশনের সৌজন্যে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ জুলাই ২০২১, ২২:০২
অ- অ+

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সাতক্ষীরায় করোনায় অসহায়, হতদরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সাতক্ষীরার কৃতি সন্তান জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, দৈনিক ভোরের পাতা ও দ্যা পিপলস টাইমসের সম্পদক ও প্রকাশক, আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প বাণিজ্য বিষয়ক উপ কমিটির সদস্য ড.কাজী এরতেজা হাসান (সিআইপি)’র পক্ষ থেকে আজিজা মান্নান ফাউন্ডেশনের সৌজন্যে শুক্রবার (৩০ জুলাই) বিকাল সাড়ে ৫টায় সাতক্ষীরা শহরের সুলতানপুর কাজীপাড়া এলাকায় এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

দৈনিক ভোরের পাতার প্রধান সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ কমিটির সদস্য, সাবেক ছাত্রনেতা কাজী হেদায়েত হোসেন রাজের সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, কাজী বাবু, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোসফেকুর রহমান মিল্টন, ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, কাজী রাজা, কাজী আবু সেলিম, কাজী সহিদুজ্জামান, কাজী আব্দুল মাগফুর, শেখ জুবায়ের আল্ জামান, প্রকৌশলী মফিজুর রহমান ঢালী, খন্দকার আনিসুর রহমান, রফিকুল ইসলাম, কাজী টগর প্রমুখ।

এ প্রসঙ্গে ড. কাজী এরতেজা হাসান বলেন, সাতক্ষীরা মাটির প্রতি আমার দায় রয়েছে। এই করোনা মহামারির শুরু থেকেই জন্মভূমির প্রতি দায় থেকে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে মানুষের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করেছি। এই মহামারি যতদিন চলবে আমার পিতা-মাতার নামে আজিজা-মান্নান ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার অসহায় ও দুস্থ পরিবারকে খাদ্য সহায়তা দেয়ার কার্যক্রমটি অব্যাহত থাকবে। এ বিষয়ে আমার বড় ভাই কাজী হেদায়েত হোসেন রাজ সাতক্ষীরাতে অবস্থান করে সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছেন।

(ঢাকাটাইমস/৩০জুলাই/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত 
মির্জাপুরে জুলাই অভ্যুত্থানে দুচোখ হারানো হিমেল পেল সাড়ে ৩ লাখ টাকা
মানিকগঞ্জে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি
অবাধ নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম অত্যন্ত ধীর গতিতে চলছে: লায়ন ফারুক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা