মায়ের কবর জেয়ারত শেষে ছেলের মৃত্যু

চট্টগ্রাম (রাঙ্গুনিয়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ জুলাই ২০২১, ২০:৫৩
অ- অ+

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় এক সপ্তাহ আগে মারা যাওয়া মায়ের কবর জেয়ারত শেষে হঠাৎ অসুস্থ হয়ে ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার মরিয়মনগর ইউনিয়নের সওদাগরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া মো. সোহেল (২৯) একই এলাকার মো. খায়েজ আহমেদের ছেলে।

স্থানীয়রা জানান, সোহেল পেশায় একজন বাবুর্চি। ২৪ জুলাই তার ৫৮ বছর বয়সী মা স্ট্রোক করে মারা যায়। স্থানীয় মসজিদে শুক্রবার জুমার নামাজ আদায় করে মায়ের রুহের মাগফেরাত কামনায় মসজিদে রুটি বিতরণ করার পর মায়ের কবরও জেয়ারত করেন সোহেল।

এরপর বাড়িতে গিয়ে বুকে ব্যথা অনুভব করছে বললে পরিবারের লোকজন তাকে চন্দ্রঘোনাস্থ রাঙ্গুনিয়া হেলথকেয়ার হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

মরিয়মনগর ইউপি চেয়ারম্যান মজিবুল হক হিরু বলেন, ঘটনাটি দুঃখজনক। সোহেল ও তার মা- কারও করোনা কিংবা করোনার কোনো উপসর্গ ছিল না। তারা দুইজনই স্ট্রোক করে মারা গেছেন।

(ঢাকাটাইমস/৩১জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এবার এনসিপির ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ মার্কা নিয়ে টানাটানি
সৌদিতে বিদেশি পর্যটক ও ভ্রমণকারীদের জন্য নতুন ড্রাইভিং নির্দেশনা
ঢাকাসহ ১৩ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস
গাজায় ত্রাণ নিতে আসা ৮৩৮ জন ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা