সাকিবকে সামলানোর উত্তর খুঁজছে অস্ট্রেলিয়া

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ আগস্ট ২০২১, ১৯:৪৬
অ- অ+

সদ্য শেষ করা ক্যারিবিয়ান সফরে ওয়ালস ও অ্যালেনের স্পিন ভালোই ভুগিয়েছে অস্ট্রেলিয়া দলকে। ফলস্বরুপ ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজদের বিপক্ষে ৪-১ ব্যবধানে হেরেছে তারা। এবার সমপরিমাণ ম্যাচ ঢাকার টার্নিং পিচে খেলবে ওয়েড-মার্শরা। এমন পিচে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানসহ টাইগার স্কোয়াডে থাকা স্পিনারদের সামলানোর উত্তর খুঁজছে অস্ট্রেলিয়া।

ক্রিকেট অস্ট্রেলিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে অজিদের নতুন অধিনায়ক ম্যাথু ওয়েড স্মৃতিচারণ করে বলেছেন, ‘আমরা জানি সে (সাকিব) কি করতে পারে। এখানে ২০১৭ সালের টেস্টে সে দারুণ করেছিল। সে দলের গুরুত্বপূর্ণ সদস্য। সে বলের উজ্জ্বল অংশ কাজে লাগিয়ে বল ঘুরাতে পারে এবং এলবিডব্লিউ করে।’

২০১৭ সালে অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো টেস্টে হারাতে অন্যতম ভূমিকা রেখেছিলো সাকিব। ওই ম্যাচে ১০ উইকেটের পাশাপাশি ৮৪ রানের গুরুপ্তপূর্ণ রানের কথা মনে আছে অজি অধিনায়কের। অজিদের ভাবনায় সাকিব আল হাসান থাকবেন জানিয়ে ওয়েড বলেন, ‘সাকিব বলে গতির সাথে এজ করতে পারে। সেটা নির্ভর করবে উইকেট কেমন হবে আর আমরা তাকে কিভাবে সামলাবো। সে তাদের (বাংলাদেশ) দলের গুরুত্বপূর্ণ অংশ।’

টি-টোয়েন্টি সংস্করণে বিশ্বের সেরা দ্বিতীয় অবস্থানে রয়েছে সাকিব আল হাসান। ব্যাট হাতেও যে সে কম যান না তা অজিদের ভারপ্রাপ্ত অধিনায়ক ভালো করেই জানেন। ওয়েড বলেন,‘সে (সাকিব) ব্যাট হাতেও খুবই ভালো। সে ভালো গড়ে রান করে। সে যখন ব্যাট করবে তখন তার উইকেট গুরুত্বপূর্ণ হবে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে এমনিতে খুব বেশি দেখা হয় না টাইগারদের। এবারই প্রথম দুই দল টি-টোয়েন্টি সিরিজ খেলবে। তবে এর আগে দুই দলের চার বার দেখা হয়েছে। সেখানে প্রত্যেক ম্যাচেই হেরেছে টাইগাররা। তবে দুই দলের দেখায় ব্যাট ও বল হাতে সেরা অবস্থানে রয়েছে অজিদের হুমকি হয়ে থাকা সাকিব। রান সংগ্রহের দিক থেকে সাকিবের পরে আছেন মুশফিকুর রহিম, আর তিনে আছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। সাকিব ৪ ম্যাচে ১২৩.২৭ স্ট্রাইকরেটে ৩৫.৭৫ এভারেজে নিয়েছেন ১৪৩ রান, সর্বোচ্চ ৬৬ রান। বল হাতেও দুই দলের সেরা উইকেট শিকারি সাকিব। ৪ ইনিংসে ১৩ ওভার হাত ঘুরিয়ে ৫ উইকেট নেন এই অলরাউন্ডার। বোলিং ইকোনমি ৭.৮৪ এক ইনিংসে সর্বোচ্চ উইকেট নেন ২৭ রান ৩ উইকেট।

তবে, অস্ট্রেলিয়ার ওয়েডের ভাবনায় শুধু সাকিবই নয়, আছেন বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ বা তাইজুল ইসলামও। আগামীকাল সন্ধ্যায় ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগাররা।

(ঢাকাটাইমস/০২আগস্ট/এইচএন)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নারায়ণগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে 'জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ' উদ্বোধন
দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় ব্যবসায়ী নিহত
অটোচালককে হত্যা: মির্জাপুরে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
জুলাই ঐক্য বিনষ্ট হলে ফ্যাসিবাদী শক্তি উল্লাস করবে: জাগপা 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা