মেসিকে নিয়ে প্রতি রাতে মধুর স্বপ্ন দেখেন লাপোর্তা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ আগস্ট ২০২১, ১০:৩৬
অ- অ+

ফ্রি এজেন্ট হওয়ার অনেকদিন হলেও আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি এখনো ক্লাবের সঙ্গে চুক্তি না করায় ভক্তদের মনে ভীতির সৃষ্টি হয়েছে। তবে সবাইকে দুশ্চিন্তা করতে নিষেধ করেছেন বার্সেলোনা ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা। খুব দ্রুতই মেসি চুক্তিতে আসবেন বলে তিনি জানান। আর মজার ছলে এটাও বলেন যে, তিনি নাকি প্রতিদিন রাতেই মেসিকে নিয়ে মধুর স্বপ্নও দেখেন।

গত ৩০ জুন স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ হয়েছে ফুটবলের জাদুকর লিওনেল মেসির। এরপর এই তারকা ফুটবলার ব্যস্ত ছিলেন কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টে। সেখানে সফল একটি টুর্নামেন্ট সম্পন্ন করতে পেরেছেন তিনি। শিরোপা নির্ধারণী ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে দেশের হয়ে প্রথমবার শিরোপা জেতার স্বাদ পেয়েছেন মেসি।

এরপর থেকেই অরসব সময় স্ত্রী-সন্তানদের সঙ্গে কাটাচ্ছেন তিনি। আর এভাবে প্রায় তিন সপ্তাহ পেরিয়ে গেল। অথচ এর মধ্যে ক্লাবের সঙ্গে ছয়বারের ব্যালন ডিঅর জয়ীর চুক্তি হওয়ার কথা ছিল। সেটা না হওয়ায় বেড়েছে দুশ্চিন্তা।

তবে ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা জানান, সব প্রক্রিয়া ঠিক পথেই চলছে। এ নিয়ে তিনি বলেন, ‘আমরা সাধ্যের সব কিছুই করছি। সব এগোচ্ছেও ঠিকঠাক। সব পক্ষই বিশ্বাস করে, নতুন চুক্তিটা হচ্ছেই।’

এ বিষয়ে মেসি এখনো নিজে থেকে কিছুই বলেনি। তবে আর্জেন্টাইন তারকা বার্সেলোনাতেই থাকবেন বলে লাপোর্তা বিশ্বাস করেন। এ বিষয়ে বার্সা সভাপতি জানান, ‘লিও বার্সায় থাকতে চায় এবং আমরা যা পারি তার সবটুকু করব। আসল কথা হলো, এখানে থেকে বিশ্বের সেরা খেলোয়াড় হওয়াটাই তার কাছে অগ্রাধিকার পাচ্ছে। আর এজন্য আমাদের খুশি হওয়া উচিত।’

খানিক পরেই একটু মজাই করলেন লাপোর্তো। আর বলেন, ‘প্রতি রাতেই আমি মেসিকে নিয়ে মধুর স্বপ্ন দেখি এবং আশা করি এভাবেই দেখে যাব।’

(ঢাকাটাইমস/০৩আগস্ট/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশকে জনবান্ধব ও মানবিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সংস্কারের বিকল্প নেই
সঞ্চয়পত্রের মুনাফা বাড়ালে কেউ ব্যাংকে টাকা রাখবে না: অর্থ উপদেষ্টা 
পুরনো খেলায় নতুন প্লেয়ার হতে আসি নাই: নাহিদ ইসলাম  
৩০ বল ধরে বাউন্ডারি নেই,পঞ্চাশ ছুঁয়ে ফিরলেন পারভেজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা