মোহামেডান-পুলিশ পয়েন্ট ভাগাভাগি

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ আগস্ট ২০২১, ২০:৫৫
অ- অ+

বঙ্গবন্ধু জাতীয় ফুটবল স্টেডিয়ামে বিপিএলে দিনের একমাত্র ম্যাচে শক্তিশালী মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে ১-১ গোল ব্যবধানে ড্র করেছে বাংলাদেশ পুলিশ। এর ফলে দুদলই এক পয়েন্ট করে পেয়েছে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা আজ বৃহস্পতিবার ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। এরই সুবাদে ম্যাচে ১৭তম মিনিটে গোলের দেখা পায় সাদা-কালো জার্সিধারীরা। এ সময় জাফর ইকবালের গোলে লিড নেয় মোহামেডান। আর ওই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় মোহামেডান।

দ্বিতীয়ার্ধে খেলায় গতি বাড়ায় বাংলাদেশ পুলিশ। কিন্তু একের পর এক আক্রমণের পরেও বারবার ব্যর্থই হচ্ছিল পুলিশ দল। তবে না মানা দলটি কাঙ্ক্ষিত সমতাসূচক গোলটি পায় ম্যাচের ৮৬তম মিনিটে। গোলটি করেন আইভরি কোস্টের ক্রিস্টিয়ান।

শেষ কয়েক মিনিট গোলের জন্য প্রাণপন চেষ্টা চালিয়ে যায়। কিন্তু গোল করা পায়নি তারা। ফলে এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থেকে মাঠ ছাড়তে হয় সাদাকালোদের।

এই ড্রয়ে ১৯ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে রয়েছে মোহামেডান। আর টানা তিন ড্রয়ে ১৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের আটে পুলিশ এফসি।

(ঢাকাটাইমস/০৫আগস্ট/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সৌদিতে বিদেশি পর্যটক ও ভ্রমণকারীদের জন্য নতুন ড্রাইভিং নির্দেশনা
ঢাকাসহ ১৩ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস
গাজায় ত্রাণ নিতে আসা ৮৩৮ জন ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল
ক্যানসার ও হার্টঅ্যাটাকের ঝুঁকি কমায় ভেষজ পাটশাক, ওজনও কমায় দ্রুত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা