রাতে ওমান যাচ্ছেন মাহমুদউল্লাহরা

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২১, ১০:৫৬| আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ১২:৩৩
অ- অ+

চলতি মাসের ১৭ অক্টোবর বেজে উঠবে বিশ্বকাপের দামামা। বৈশ্বিক আসরটির শুরুর দিনেই লড়বে বাংলাদেশ। আর সে লক্ষ্যে আজ ওমানের উদ্দেশে রওয়ানা হবেন মাহমুদউল্লাহ বাহিনী। বাংলাদেশ বিমানের ভাড়া করা ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত ১০.৪৫ মিনিটে মাসকটের উদ্দেশে দেশ ছাড়বেন টাইগাররা। সেখানে এক দিনের কোয়ারেন্টাইন শেষে কন্ডিশনিং ক্যাম্পের অনুশীলন করবে বাংলাদেশ দল।

যদিও বিশ্বকাপ শুরু হতে এখনও বাকি প্রায় ১৪ দিনের মত। তবে সেখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতেই আগেভাগে যাওয়া। ওমান ও আমিরাতে কন্ডিশনিং ক্যাম্প ও বিশ্বকাপ মিশন মিলিয়ে প্রায় দেড় মাসের সফর টাইগারদের। সফরে কোচিং স্টাফদের ওমানে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে। মধ্যপ্রাচ্যের আরেক দেশ আমিরাতে আইপিএল খেলা সাকিব-মোস্তাফিজ দলে যোগ দিবেন ৯ অক্টোবর।

গতকাল দলের সবার কোভিড টেস্ট করানো হয়েছে। কোভিড ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার কারণে ওমানে কোয়ারেন্টিনে থাকতে হবে না টাইগারদের। তবে দেশ ছাড়ার আগে ও ওমানে পৌঁছার পর কোভিড নেগেটিভ সার্টিফিকেট থাকতে হবে মুশফিক-রিয়াদদের।

মরুর দেশ ওমানের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে মাসকটে পাঁচ দিনের একটি কন্ডিশনিং ক্যাম্পের ব্যবস্থা করেছে বিসিবি। নিজেদের খরচে ৫ অক্টোবর থেকে শুরু হবে অনুশীলন। চারদিন ক্যাম্প করে আইসিসির তত্ত্বাবধানে ঢুকে যাবে দল। ৯ অক্টোবর বাংলাদেশ দল যাবে সংযুক্ত আরব আমিরাতে। সেখানেও বাংলাদেশ দলকে একদিনের কোয়ারেন্টাইন করতে হবে। এরপর ১২ ও ১৪ অক্টোবর আয়ারল্যান্ড ও শ্রীলংকার বিপক্ষে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। পরের দিন ফিরে যাবে ওমানে। সেখানেই শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন।

বিশ্বকাপের উদ্বোধনী দিনে ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে মাহমুদউল্লাহরা। পরে ১৯ অক্টোবর স্বাগতিক ওমান ও ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির সঙ্গে লড়তে হবে বাংলাদেশকে। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ওমানে। গ্রুপ পর্বের সেরা দুই দল মূল দলে খেলার সুযোগ পাবে।

(ঢাকাটাইমস/০৩অক্টোবর/এইচএন)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না, রুদ্ধদ্বার বৈঠক শেষে জানালেন পরিকল্পনা উপদেষ্টা
সংস্কার, বিচার, নির্বাচন– এ তিন কঠিন দায়িত্ব নিয়ে কাজ করছি: রিজওয়ানা হাসান
একনেক বৈঠক শেষে রুদ্ধদ্বার বৈঠকে উপদেষ্টারা
লাল গালিচায় মুগ্ধতা ছড়ালেন আলিয়া ভাট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা