ময়মনসিংহ মেডিকেলে আরও ৮ জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ১১:০১ | প্রকাশিত : ০৮ অক্টোবর ২০২১, ০৯:৫৩

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আটজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় একজন এবং উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।

তিনি জানান, উপসর্গ নিয়ে মৃতরা হলেন-ময়মনসিংহ সদর উপজেলার মোক্তারউদ্দীন (৬০), ফুলবাড়িয়ার আমেনা (২০), তারাকান্দার আব্দুল হাকিম (৫০), জামালপুর বকশিগঞ্জের সাজেদা (৪০), নেত্রকোনা কেন্দুয়ার রহিমা আক্তার (৫০), গাজীপুর সদরের আব্দুল হাসেম (৪০), শ্রীপুরের প্রদীপ (৭০)। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ময়মনসিংহের তারাকান্দার তাহমিনা (২৬)।

তিনি আরও জানান, আইসিইউতে সাতজনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৯২ জন রোগী চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ১৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ২২৬টি নমুনা পরীক্ষা করে ৯ জন করোনা শনাক্ত হয়েছেন।

(ঢাকাটাইমস/৮অক্টোবর/কেআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :