নোয়াখালীতে চিকিৎসা না দেওয়ায় রোগীর মৃত্যুর অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ অক্টোবর ২০২১, ২০:৩১
অ- অ+

নোয়াখালী জেলা শহর মাইজদীর মাদারল্যান্ড হসপিটাল প্রা. লি. কৃর্তপক্ষের বিরুদ্ধে চিকিৎসা না দেওয়ায় কামাল উদ্দিন (৫০) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

ঘটনার পর হাসপাতালে দায়িত্বরত কর্মকর্তা ও কর্মচারীরা পালিয়ে গেছেন। পরবর্তীতে পুলিশের উপস্থিতিতে পুনঃরায় তারা হাসপাতালে ফিরে আসেন।

নিহতের পরিবারের অভিযোগ, বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি তিন ঘণ্টায় কোনো চিকিৎসা না দেওয়া কামাল উদ্দিন মারা গেছেন। ঘটনায় ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালে ভাঙচুর করেছে বলে অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের।

শুক্রবার সকাল ৮টার দিকে হাসপাতালে ভর্তি অবস্থায় মারা যান কামাল। মৃত কামাল উদ্দিন জেলার সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের শাহজাদপুর গ্রামের আব্দুল হকের ছেলে। তিনি স্থানীয় ইসলামগঞ্জ বাজারের জারিফ এন্টারপ্রাইজের পরিচালক ছিলেন। এক ছেলে ও দুই মেয়ের বাবা তিনি।

মৃত কামাল উদ্দিনের ছোট ভাই জসিম উদ্দিন জানান, শুক্রবার ভোরে বুকে ব্যাথা অনুভব করে তার বড় ভাই ব্যবসায়ী কামাল উদ্দিন। পরে মাদারল্যান্ড হাসপাতালের ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করে একটি অ্যাম্বুলেন্স বাড়িতে এনে ৫টার দিকে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ভর্তির পর থেকে কামাল উদ্দিনকে কোনো চিকিৎসা না দিয়ে ফেলে রাখে হাসপাতালে কর্মরত লোকজন।

কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা নিজ নিজ কক্ষে ঘুমাচ্ছেন। একাধিকবার ডাকলেও তারা কেউ বের হয়ে আসেননি। সকাল ৮টার দিকে কামাল মারা গেলে দ্রুত হাসপাতালের লোকজন পালিয়ে যান। পরে বিষয়টি থানায় জানানোর পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। নিজের ভাইয়ের মৃত্যুর ঘটনায় একটি মামলা করবেন বলেও জানান জসিম উদ্দিন।

এ বিষয়ে হাসপাতালের মার্কেটিং কর্মকর্তা জাবেদ বলেন, ওই রোগী আমাদের ম্যানেজারের আত্মীয়। তারা হাসপাতালে আসার পর এসি কেভিন চেয়েছিল। নরমাল কেভিনে ভর্তি করার পর নার্স রোগীর হাতে ক্যানোলা লাগালে সঙ্গে থাকা লোকজন ছিঁড়ে ফেলে দেন। রোগীকে অক্সিজেনও দেওয়া হয়েছে। রোগী মৃত্যুর পর তার স্বজনরা হাসপাতালে ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

সুধারাম মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন বিকাস চাকমা জানান, চিকিৎসার অভাবে একজন রোগী মারা গেছে, এমন অভিযোগের ভিত্তিতে আমরা হাসপাতালে এসেছি। অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/৮অক্টোবর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক বছরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ৫টি প্রকল্প বাতিল, সাশ্রয় ৪২৬ কোটি টাকা
‘দুর্নীতিগ্রস্ত’ বাংলাদেশ-মালয়েশিয়া শ্রমিক নিয়োগ করিডর সংস্কারের আহ্বান
তারেক মাসুদ ও মিশুক মুনীরকে হারানোর ১৪ বছর আজ
মালয়েশিয়ার শ্রমবাজারে ‘সিন্ডিকেটে’ জড়িতদের অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিসিএসএমের উদ্বেগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা