সিংড়ায় সাপের কামড়ে কৃষকের মৃত্যু

নাটোরের সিংড়ায় সাপের কামড়ে নয়ন কুমার (৩৫) এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১২টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত নয়ন কুমার উপজেলার সুকাশ ইউনিয়নের ধুরশন গ্রামের সুনিল কুমারের ছেলে।
নিহত কৃষকের ভাই রুপকুমার জানান, মঙ্গলবার বিকাল ৩টায় নয়ন কুমার ধানের জমিতে পানি সেচ দিতে যান। এসময় সাপে কামড়ে দিলে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রাত ১টায় রাজশাহী মেডিকেলে ভর্তি করে এন্টিভেনম দেয়া হয়। বুধবার দুপুরে তার মৃত্যু হয়।
(ঢাকাটাইমস/১৩অক্টোবর/পিএল)

মন্তব্য করুন