চোরের জন্য দেয়া বিদ্যুতের ফাঁদে বৃদ্ধের মৃত্যু

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ অক্টোবর ২০২১, ১৮:৩৫
অ- অ+

ভোলার সদর উপজেলায় চোরের জন্য দেয়া মৎস্য খামারের বিদ্যুতের ফাঁদে জড়িয়ে আবু সাঈদ (৬৮) নামে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালের দিকে ওই উপজেলার গাছারীর মোড় এলাকার আবুল কালামের মৎস্য খামারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু সাঈদ উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরগাজি গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি একজন গরিব কৃষক ছিলেন। তার স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে স্থানীয় চর হোসেন এলাকার জমিতে ঘাস কাটতে যায় আবু সাঈদ । যাওয়ার পথে আবুল কালামের মৎস্য খামারে বিদ্যুতের তার দিয়ে পেতে রাখা ফাঁদে জড়িয়ে পড়েন তিনি। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা আরও জানায়, স্থানীয় আবুল কালাম, মো. মহসিন ও রিপনসহ ওই এলাকার কয়েকজন মিলে এ মৎস্য খামার গড়ে তোলে। খামারে চোরের উপদ্রব রুখতে বিদ্যুতের লাইন দিয়ে ফাঁদ পেতে রাখেন তারা। প্রতিদিন রাতে ফাঁদে বিদ্যুৎ সংযোগ চালু করে সকালে তা বন্ধ করে দেয়। কিন্তু শুক্রবার সকাল আটটা বাজলেও সে সংযোগ বিচ্ছিন্ন করেনি। তাই ওই ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষক আবু সাঈদের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে কথা বলার জন্য আবুল কালামের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

ভোলা সদর থানার আওতাধীন ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মাইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/১৫অক্টোবর/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবিদ্ধ একজন
খুশি কম্পোজি-কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্টের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত
পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা