মেহেদি-সাকিবের ঘূর্ণিতে চাপে স্কটল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ২১:১৬ | প্রকাশিত : ১৭ অক্টোবর ২০২১, ২০:৫৩

টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে নিজেদের প্রথম ম্যাচে ফিল্ডিং করতে নেমে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন টাইগার স্পিনাররা। দুই স্পিনার শেখ মেহেদি হাসান এবং সাকিব আল হাসানের ঘূর্ণিতে চাপেই পড়েছে স্কটিশরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেটের বিনিময়ে ৮০ রান সংগ্রহ করেছে স্কটল্যান্ড।

মাসকোটের আল আমিরাত আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের প্রথম ম্যাচের প্রথম ওভারটা তাসকিনের হাতে তুলে দেন দলীয় অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। পরের ওভার করেন আইপিএল খেলে আসা মোস্তাফিজুর রহমান। দুজনে রিয়াদের ভরসায় প্রতিদানে দিতে পারেননি।

তৃতীয় ওভারে সাইফউদ্দিনের হাতে বল তুলে দেন রিয়াদ। সাইফ ঠিকই তার প্রতি ভরসার প্রতিদান দিয়েছেন। ওই ওভারের চতুর্থ বলে স্কটিশ ওপেনার কাইল কোয়েটজারকে ক্লিন বোল্ড করেন তিনি। আউট হওয়ার পূর্বে ৭ বল খেলে কোনো রানই তুলতে পারেননি এই ওপেনার।

আর ইনিংসের অষ্টম ওভারের খেলায় বিশ্বকাপের মঞ্চে নিজের প্রথম ওভারেই দুই স্কটিশ ব্যাটসম্যানকে সাজঘরে পাঠান টাইগার অলরাউন্ডার শেখ মেহেদি হাসান। তার বলে ২৯ রানে জর্জ মুনশি এবং ১২ রানে ফেরেন ম্যাথু ক্রস।

এখন ২ রানে রিচি বেরিংটন এবং কালম ম্যাকলিওড, ডিলান বাডজ, মিচেল লেস্ক, মার্ক ওয়াট, সাফিয়ান শরিফ, জশ ডেভয় ও ব্রাড হোয়েল।

(ঢাকাটাইমস/১৭অক্টোবর/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :