বৃষ্টি-বন্যায় নাকাল নেপাল, নিহত ৪৩

আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিত : ২০ অক্টোবর ২০২১, ১৪:৫০
অ- অ+

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত নেপালে। বন্যা ও ধসে এখন পর্যন্ত দেশটিতে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন অনেকে। নেপালের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবল বর্ষণ ও বন্যায় অন্তত ১৯টি জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর রয়টার্সের

ভারতে কয়েকদিনের বৃষ্টি ও বন্যায় শতাধিক নিহত হয়েছেন। একই রকম প্রভাব পড়েছে নেপালেও। টানা বৃষ্টির কারণে বন্যা দেখা দিয়েছে। ভূমিধসের জেরে বন্ধ হয়ে গিয়েছে একাধিক রাস্তা। ব্যহত হচ্ছে বিদ্যুৎ, যোগাযোগ ও ইন্টারনেট পরিষেবাও। চাষের জমি জলমগ্ন হয়ে পড়ায় বিপুল ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

নেপালের স্থানীয় প্রশাসন জানিয়েছে, বর্ষার বিদায়ের সময়ে আচমকা বঙ্গোপসাগর উপকূলে যে নিম্নচাপ তৈরি হয়েছে, তার প্রভাব ভারত ছাড়িয়ে নেপালেও পড়ছে। ইতোমধ্যেই সেখানে তুষারপাত শুরু হয়ে গিয়েছিল। তার উপরে নতুন করে ভারী বৃষ্টি শুরু হওয়ায় পরিস্থিতি শোচনীয় হয়ে উঠেছে।

বন্যা ও ধস কবলিত এলাকায় উদ্ধার কাজ চালাচ্ছে প্রশাসন। বৃষ্টির জেরেই আপাতত বিমান পরিষেবাও বন্ধ রেখেছে নেপাল।

আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণেই এই ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। এখনই বৃষ্টি কমার সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন পার্বত্য এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে উচ্চ পার্বত্য অঞ্চলগুলিতে।

ঢাকাটাইমস/২০অক্টোবর/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা