ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ অক্টোবর ২০২১, ১৬:২৩
অ- অ+
ফাইল ছবি

ভারতের বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে গুরুত্বহীন হয়ে পড়েছে। মধ্য প্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত আরেকটি লঘুচাপও বর্তমানে গুরুত্বহীন হয়ে পড়েছে। ফলে পূবালী পশ্চিম বায়ু সংযোগের ফলে বৃষ্টিপাত হচ্ছে এবং সারাদেশে দিনভর বৃষ্টিপাতের পাশাপাশি স্থানভেদে ভারী বৃষ্টির আভাস জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অফিস।

বুধবার দুপুরে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস ঢাকা টাইমসকে বলেন, আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত চলমান বৃষ্টির ধারা অব্যাহত থাকবে। স্থানভেদে আজ সারাদিন বৃষ্টিপাত চলবে এবং কিছু কিছু স্থানে ভারী বৃষ্টিপাতও হবে। দিনের তাপমাত্রা যা বাড়ার তা বেড়েছে তবে যেহেতু এখন বৃষ্টিপাত হচ্ছে তাই এখন থেকে তাপমাত্রা কমতে শুরু করবে।

এদিকে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে বিদায় নিয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের অন্যত্র মোটামুটি সক্রিয় আছে এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি থেকে দুর্বল অবস্থায় রয়েছে।

বৃষ্টিপাতের পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সেই সঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সে. বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

(ঢাকাটাইমস/২০অক্টোবর/আরকে/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা