ওয়েস্ট ইন্ডিজের লজ্জার দিনে ইংল্যান্ডের বড় জয়

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ২২:৪৩ | প্রকাশিত : ২৩ অক্টোবর ২০২১, ২২:৩১

টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড দিয়ে বড় জয় তুলে নিল ইংল্যান্ড। ব্যাটিং বিপর্যয়ে ক্যারিবিয়ানদের দেওয়া ৫৬ রানের লক্ষ্য ৭০ বল ও ৬ উইকেট থাকতেই পেরিয়ে যায় বাটলার-মরগানরা। তাতেই বৈশ্বিক আসরটিতে ক্যারিবিয়ানদের বিপক্ষে ছষ্ঠবারের দেখায় প্রথমবারের মতো জয়ের স্বাদ পেল ইংলিশরা।

আজ সুপার টুয়েলভে শুরুর দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাজে শুরু করেন সিমন্স-এভিন লুইসরা। বল হাতে দুর্দান্ত ছিলেন দুই ইংলিশ স্পিনার মঈন আলী ও আদিল রশিদ। অভিজ্ঞ পেসার টাইমাল মিলস চার ওভারে ১৭ রান দিয়ে নেন ২টি উইকেট। হ্যাটট্রিকের সুযোগ তৈরি করা আদিল রশিদ ২.২ ওভারে নেন ৪ উইকেট। দুটি উইকেট নিয়েছেন মঈন আলী।

ক্যারিবিয়ানদের ইনিংসের সর্বোচ্চ ১৩ রান করেন ক্রিস গেইল। এছাড়া আর কোনো ব্যাটারই স্পর্শ করতে পারেননি দুই অঙ্কের সংখ্যা। ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ৯ রান আসে হেটমোরের ব্যাট থেকে। ৬ রান করেন অধিনায়ক কাইরন পোলার্ড।

জশ বাটলারের ব্যাটে সহজ জয় পেল ইংল্যান্ড দল। তাতেই বিশ্বকাপে দারুণ শুরুও পায় তারা।

এদিন শুরুতে ওয়েস্ট ইন্ডিজ শিবিরে ধাক্কা দেয় ক্রিস ওকস। পরে মঈন আলী তুলে নেন সিমন্সকে। বর্তমান চ্যাম্পিয়নরা পাওয়ার প্লেতে চার উইকেট হারিয়ে তুলতে পারে ৩১ রান। ক্যারিবিয়ানদের হয়ে শেষের দিকে স্পিনার আখিল হোসেন করেন ৬ রান। তাতেই ক্যারিবিয়ানরা গড়ে তাদের সর্বনিম্ন রান ও টি-টোয়েন্টি ইতিহাসের তৃতীয় সর্বনিম্ন রান। এর আগে ক্যারিবিয়ানরা ১০১ রানে লংকানদের বিপক্ষে অলআউট হয়েছিলেন।

জবাবে পাওয়ার প্লের মাঝেই জেসন রয় ও জনি বেয়ারস্টোকে হারিয়ে ফেলে ইংলিশরা। ভালো করতে পারেননি ম্যাচ সেরা মঈন আলী ও লিয়াম লিভিংস্টোন (১)। রান আউটের ফাঁদে পড়েন মঈন আলী (৩)।

তবে ছোট লক্ষ্যে ২২ বলে দুর্দান্ত ২৩ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন জশ বাটলার। ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান ৭ বলে অপরাজিত থাকেন ৭ রানে। ক্যারিবিয়ান স্পিনার আখিল হোসেন ২৪ রানে নেন দুটি উইকেট। নিজের বলে নেন লিয়াম লিভিংস্টোনের উড়ন্ত ক্যাচ। অন্য উইকেটটি নেন রবি রামপল।

(ঢাকাটাইমস/২৩অক্টোবর/এইচএন)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :