সিঙ্গাপুরের হাসপাতালে যেমন আছেন নায়ক ফারুক

দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ‘মিয়া ভাই’ খ্যাত অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। এর মধ্যে সাত মাসই ছিলেন ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ)। তার শারীরিক অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে, তাকে লাইফ সাপোর্টে পর্যন্ত রাখা হয়েছিল। সে সময় গুজব ছড়িয়ে পড়ে, নায়ক ফারুক মারা গেছেন।
পরে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন অভিনেতার স্ত্রী ফারহানা পাঠান। তিনি জানান, মাউন্ট এলিজাবেথে ফারুকের খুব ভালো চিকিৎসা চলছে। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। দীর্ঘ সাত মাস আইসিইউতে থাকার পর ফারুকের শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়। এরপর মাসখানেক আগে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।
কিন্তু এখন সাংসদ-অভিনেতার অবস্থা কী? সিঙ্গাপুর থেকে মোবাইল ফোনে আলাপকালে সে কথাই জানালেন তার স্ত্রী ফারহানা পাঠান। তিনি বলেন, ‘আপনাদের মিয়া ভাই এক মাসের বেশি সময় ধরে কেবিনে চিকিৎসা নিচ্ছেন। তিনি এখন স্বাভাবিক খাবার খাচ্ছেন। শারীরিক অবস্থাও আগের চেয়ে ভালো। তার জন্য সবাই দোয়া করবেন সবাই।’
চলতি বছরের মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ফারুক। সে সময় নিয়মিত চেক-আপের জন্য তিনি দেশটিতে গিয়েছিলেন। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে ২১ মার্চ আইসিইউতে নেওয়া হয় কিংবদন্তি এই অভিনেতাকে।
ঢাকাটাইমস/০২নভেম্বর/এএইচ

মন্তব্য করুন