উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ও দাতাদের সম্মাননা

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ নভেম্বর ২০২১, ২১:০৫
অ- অ+

‘যে দেশে গুণীর সম্মান নেই, সে দেশে গুণী জন্মে না’। ১৯৮৩ সালে হাটিহাটি পা পা করে উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হয় কিছু উৎসাহী উদ্যোগী মানুষের প্রচেষ্টায়। রবিবার দিনব্যাপী উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ও দাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়।

কলেজের সভাপতি নিখিল কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এন এন কে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাষ্টিজ খালেদ মাহমুদ।

উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুহিবুল কবির জাহেদীর স্বাগত বক্তব্যে অধ্যাপক আশরাফ উল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী শামসুল আলম তালুকদার, চট্টগ্রাম সমিতি ঢাকার সভাপতি গিয়াস উদ্দিন খাঁন স্বপন, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদার, কলেজ গভর্নিং বডির সদস্য জামাল উদ্দিন তালুকদার, চেয়ারম্যান মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন, ইসলামপুর চেয়ারম্যান প্রার্থী সিরাজ উদ্দিন চৌধুরী প্রমুখ।

কলেজের প্রতিষ্ঠাতা ও দাতাদের সম্মানে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘যে দেশে গুণীর সম্মান নেই সে দেশে গুণী জন্মে না। আজকের অনুষ্ঠানে সেই গুণীদের সম্মানে করা, যারা ১৯৮৫ সালে উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করেন মানুষের কল্যাণের কথা ভেবে।’

অনুষ্ঠানের শেষ অংশে কলেজের প্রতিষ্ঠাতা ও দাতাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

(ঢাকাটাইমস/৮নভেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০২৪ সাল ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ: তারেক রহমান
জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিলেন আব্দুল হান্নান মাসউদ, জানুন কারণ
শেখ হাসিনাকে বুজুংবাজুং বুঝিয়ে তাপস ও আতিক নগর ভবন দিয়ে পালিয়ে যায়
সরকার বরাদ্দ বিশেষ ট্রেন নিয়ে অসন্তোষ, রাজশাহীতে বিক্ষোভ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা